দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক, ভোরের পাতা গ্রুপ ও বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান সিআইপির পিতা কাজী আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ মার্চ) ভোরের পাতার প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।
গত বছর ১৯ মার্চ ভোররাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছিল।
কাজী আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর নিজ বাড়ি সাতক্ষীরায়ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ড. কাজী এরতেজা হাসান সিআইপি তাঁর জীবনে পিতার অবদানের কথা স্মরণ করে বলেন, ‘আব্বাকে হারানোর এক বছর চলে গেল। এখনো প্রতি ক্ষণেই তাঁর অভাব অনুভব করি। আপনারা সবাই আমার মরহুম আব্বার জন্য দোয়া করবেন।’
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভোরের পাতা, পিপলস টাইমসহ সাউথ ওয়েস্টার্ন লিমিটেডের অন্যান্য সদস্য।
ভোরের পাতা/ই