প্রকাশ: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ১২:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
বিশ্বের বিভিন্ন দেশ করোনার সংক্রমণ রোধে শুরু থেকেই সামাজিক দূরত্ব মেনে চলাকে গুরুত্ব দিয়ে আসছে । আর এ অভ্যাসটা বেশ ভালোভাবেই রপ্ত করেছে আয়ারল্যান্ড। বিশেষ করে শপিংমল ও কর্মক্ষেত্রে এ অভ্যাসটা এখানকার নিত্যদিনের। এতে আয়ারল্যান্ডে সংক্রমণের হারও অনেকটা কমেছে বলে ধারণা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
করোনাকে সঙ্গী করেই এখন পথ চলছে বিশ্ববাসী। দৈনন্দিন অভ্যাসে এসেছে পরিবর্তন। লক্ষ্য একটাই এ যুদ্ধে জয়ী হওয়ার। আর এ লক্ষ্যেই কাজ করছে আয়ারল্যান্ড।‘সামাজিক দূরত্ব’ নামের নতুন এ কথাটার সঙ্গে পরিচয় ছিল না কারোরই কিন্তু সংক্রমণ রোধে এই সামাজিক দূরত্বকেই এখন মূল অস্ত্র হিসেবে ধরা হয়ে থাকে। দুই মিটার দূরত্ব বজায় রেখে চলতেও অভ্যস্তও হয়ে যাচ্ছে আয়ারল্যান্ডবাসী।
শপিংমল থেকে শুরু করে কর্মক্ষেত্রে সামাজিক দূরত্বের চিহ্ন থাকায় এ নিয়ম পালন করা সহজ হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলায় সংক্রমণ অনেকটাই কমে যাচ্ছে বলে মনে করেন অনেকে।
দেশটিতে বাংলাদেশি এক প্রবাসী জানান, আয়ারল্যান্ডে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সামাজিক দূরত্বের কারণে ভাইরাসটি নিয়ন্ত্রণে আসে।
এক সপ্তাহ পর করোনায় কোনো মৃত্যু ছাড়াই একটি দিন করেছে আয়ারল্যান্ড।
ভোরের পাতা/পি