সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কাজ করছেন স্পিন কোচ ভেট্টরি
প্রকাশ: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৯.০৩.২০২১ ৩:০৬ এএম | প্রিন্ট সংস্করণ

ড্যানিয়েল ভেট্টরির স্পিনার পরিচয়টাই সবচেয়ে বড়। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার তিনি। তবে ব্যাট হাতে তার দক্ষতাও কম ছিল না। বাংলাদেশও সেটা খুব ভালো করেই জানে। কম তো ভুগতে হয়নি তার ব্যাটিংয়ে!

এখন তিনি বাংলাদশের স্পিন বোলিং কোচ, তবে ব্যাটিং নিয়ে তার জ্ঞান ও অভিজ্ঞতাও দল কাজে লাগাচ্ছে বলে জানালেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।বাঁহাতি স্পিনে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০৫ উইকেট শিকারের পাশাপাশি ভেট্টরি রান করেছেন প্রায় ৭ হাজার। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সেঞ্চুরি ৬টি, ফিফটি ২৭টি। ৮ নম্বরে নেমে তার চেয়ে বেশি রান ও সেঞ্চুরি করতে পারেননি টেস্ট ইতিহাসে কেউ।

করোনাভাইরাসের প্রকোপের কারণে দীর্ঘসময় ভেট্টরিকে না পাওয়া গেলেও নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। কুইন্সটাউনে দলের ক্যাম্প থেকে কাজ করছেন ক্রিকেটারদের সঙ্গে।নিউজিল্যান্ডের তিনি কিংবদন্তি, দেশটির ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন। এখানে সাফল্য পাওয়ার উপায় তার খুব ভালো করেই জানা। এখনকার নিউজিল্যান্ড দলের কয়েকজন তার সাবেক সতীর্থও। ভেট্টরির সেই জানাশোনা এবং স্কিল, সবই কাজে লাগাচ্ছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ডানেডিনে গতকাল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বললেন, দলে নতুন মাত্রা যোগ করেছেন ভেট্টরি। ভেট্টরিকে পাওয়া দারুণ ব্যাপার। বছরখানেক ধরে সে আমাদের সঙ্গে কাজ করছে। কোভিডের কারণে যদিও লম্বা সময় তাকে আমরা পাইনি। তবে এখানে তার মতো জ্ঞান ও অভিজ্ঞতার একজনকে পাওয়া অসাধারণ ব্যাপার। শুধু ভেন্যুগুলো নিয়েই নয়, ক্রিকেটারদের নিয়েও, যাদের সঙ্গে সে খেলেছে।

‘আমাদের বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের সঙ্গে সে কাজ করছে। সবাই জানি, নিউ জিল্যান্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সে ছিল। আমাদের দলে তরতাজা প্রাণশক্তি ও মাত্রা নিয়ে এসেছে সে, হয়তো যা আগে আমরা সেভাবে পাইনি। তাকে পাওয়া তাই দারুণ।’

২০১৯ সালের জুলাইয়ে স্পিন কোচ হিসেবে ভেট্টরির নাম জানায় বিসিবি। কাজ শুরু করেন তিনি ওই বছরের অক্টোবরে ভারত সফরের আগ থেকে। তার সঙ্গে চুক্তি ছিল ১ বছরে ১০০ দিন কাজের। সেই ১ বছর শেষ গত অক্টোবরেই। তবে কোভিডের কারণে লম্বা সময় বন্ধ ছিল সব ধরনের ক্রিকেট কার্যক্রম। ভেট্টরির ১০০ দিনও পূর্ণ হয়নি। তাই এবার নিউজিল্যান্ড সিরিজেও তার সঙ্গ পেয়েছে দল। এই সিরিজের পর অবশ্য তাকে পাওয়ার সম্ভাবনা সামান্যই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]