প্রকাশ: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৯.০৩.২০২১ ২:৪৪ এএম | প্রিন্ট সংস্করণ
মডেল-অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। বাংলাভিশনে প্রচার হচ্ছে তার উপস্থাপনায় রান্নাবিষয়ক অনুষ্ঠান শেফ’স কিচেন। অভিনয়ের বাইরে তিনি গানও করেন। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে...
গানের খবর কি?
‘শেষের কবিতা’ শিরোনামে একটি গান গেয়েছি। এর কথা ও সুর ফয়সাল আহমেদের। সংগীত আয়োজনে ছিলেন আমজাদ হোসেন। এটি প্রকাশ হবে জি সিরিজ থেকে। করোনার কারণে এর মিউজিক ভিডিওর শুটিং করা সম্ভব হয়নি। শিগগিরই শুটিং হবে। আশা করছি, আগের সব গানের মতো নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে।
উপস্থাপনা নিয়ে বলুন?
শেফ’স কিচেন নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। রান্না একটি শিল্প। সে জন্য এ ধরনের আয়োজনে সবার আগ্রহ বেশি। অনুষ্ঠানের মাধ্যমে নিজেও রান্না সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। আমি যেহেতু নিজেও রান্না করতে পছন্দ করি, তাই অনুষ্ঠানটি দারুণ উপভোগ করছি।
দর্শক সাড়া কেমন পাচ্ছেন?
টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও দর্শক এটি দেখছেন। অনেকেই ফোন করে উপস্থাপনার প্রশংসা করছেন। এই আয়োজনে প্রতি পর্বে একজন তারকা ও একজন শেফ উপস্থিত থাকেন। তাদের রান্নার পাশাপাশি থাকে স্বাস্থ্যসম্মত রান্নার টিপস ও খাবারের পুষ্টিগুণ নিয়ে আলোচনা। তাই অন্যান্য রান্নার অনুষ্ঠান থেকে একটু ব্যতিক্রম।
অভিনয়ের চেয়ে উপস্থাপনাকে প্রাধান্য দিচ্ছেন?
মানহীন নাটকে অভিনয়ের চেয়ে উপস্থাপনা অনেক ভালো। ক্যারিয়ারে ভালো নাটকের সঙ্গে মানহীন কিছু কাজও ছিল। এখন ভাবি, শুধু সংখ্যা বাড়িয়ে কী লাভ? দর্শকের মনে রাখার মতো যদি কাজই করতে না পারি, তাহলে অহেতুক পরিশ্রমের কোনো মানে হয় না। এই ভাবনা থেকেই বাছবিচার করে কাজ করছি। যে জন্য উপস্থাপনায় গুরুত্ব দিয়েছি।
অভিনয়ে আর দেখা যাবে না?
আমার মনের মতো চরিত্র না হলে অভিনয় করছি না। অনেক কাজ আমাকে করতে হবে, এমনটি মনে করি না। সব সময় ভালো কাজের অপেক্ষায় থাকি। যদি সে রকম গল্প ও চরিত্র পাই তাহলে আবারও নাটকে অভিনয় করব। অভিনয়ের বাইরেও চাকরি ও সাংসারিক ব্যস্ততা রয়েছে। সবকিছু সামলে নিয়ে অভিনয় করছি। যেহেতু কাজ কম করছি, তাই ভালো গল্পের নাটকের কাজ নিয়েই দর্শকের কাছে ফিরতে চাই।