জাতির পিতার দিবস পালন করলো বেবিচক
অর্থ পাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৮.০৩.২০২১ ৪:৪৫ এএম | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গতকাল বুধবার যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করে। দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬:৩০ মিনিটে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমিরেটস এয়ারলাইন্সের অফিসে কেক কাটার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপন করা হয়। এসময় বেবিচকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকাস্থ ইউএই এম্বাসির চার্জ দ্যা এফেয়ার্স এবং এমিরেটস এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।