নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮
সীমানা পেরিয়ে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৮.০৩.২০২১ ৩:৫৪ এএম | প্রিন্ট সংস্করণ
নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। মালি ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী এলাকায় বাজার থেকে ফেরা একটি দলের ওপর এই হামলা চালায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা। খবর আল জাজিরার।গত সোমবার ঘটনা ঘটলেও এ বিষয়ে গত মঙ্গলবার বিস্তারিত জানিয়েছে নাইজার সরকার।
বলা হয়েছে, সীমান্তবর্তী টিল্লিবেরির বানিবানগৌ এলাকার গবাদিপশুর বাজার থেকে ফেরার পথে ওই দলের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি।খবরে বলা হয়েছে, চারটি গাড়িতে করে বাজার থেকে ফিরছিলেন ভুক্তভোগীরা। সেইসময় মোটরসাইকেলে করে কয়েকজন বন্দুকধারী এসে এলোপাথাড়ি গুলি করা শুরু করে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।নাইজারে দুটি গোষ্ঠী বেশ সক্রিয়। ধারণা করা হচ্ছে এদের মধ্যে কোনো একটি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সশস্ত্র ওই বন্দুকধারীদের পরিচয় এখনো জানা যায়নি। বর্বর এই হামলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। দু’টি গাড়িতে আগুন ধরে গেছে এবং অন্য দুটি গাড়ি জব্দ করেছে বন্দুকধারীরা।