প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৮.০৩.২০২১ ৩:৫৪ এএম | প্রিন্ট সংস্করণ
মানুষজনের উপস্থিতি না থাকায় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে বিজেপির অন্যতম শীর্ষ নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা বাতিল করতে বাধ্য হয়েছে ঝাড়গ্রাম বিজেপি। গত সোমবার এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডয়েচে ভেলে।এমন যে হতে পারে, কয়েক মাস আগেও ভাবতে পারেননি অনেকে। যে ঝাড়গ্রাম লোকসভা ভোটে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল, সেই ঝাড়গ্রামের সার্কাস ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় লোক হলো না।
ময়দানের অবস্থা দেখে বাতিল করতে হলো সভা। যদিও বিজেপির বক্তব্য, হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণেই সেখানে যেতে পারেননি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও ঝাড়গ্রামে সভা করতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সভাতেও লোক হয়নি। শেষমুহূর্তে বাতিল করতে হয়েছিল সভা। ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী এবং সাবেক জেলা সভাপতি সুখময় শতপথি ডয়চে ভেলেকে জানিয়েছিলেন, সে সময় পরিবর্তন যাত্রা চলছিল। মানুষজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিলেন। সে কারণে ময়দানে লোক বেশি হয়নি। তবে গত সোমবারের ঘটনার ব্যাখ্যায় সুখময় বলেন, ‘এদিন যথেষ্ট লোক এসেছিলেন। অমিত শাহ নামলেই মাঠ ভরে যেত। কিন্তু হেলিকপ্টারের গন্ডগোলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেননি।’বাস্তবে অবশ্য সে দৃশ্য দেখা যায়নি। অমিত শাহ না এলেও তার ভার্চুয়াল বক্তৃতা শোনানো হয়েছে সভায়। তখনও সেখানে শত শত ফাঁকা চেয়ার পড়ে থাকতে দেখা গেছে। এদিন বাঁকুড়াতেও সভা ছিল অমিত শাহের। সেখানে তিনি পৌঁছেছিলেন; কিন্তু বাঁকুড়ার সভায়ও মানুষজনের তেমন উপস্থিতি চোখে পড়েনি।অথচ মাত্র দুবছর আগে এই বাঁকুড়ার ছবি ছিল আলাদা। লোকসভা ভোটের আগে অমিত শাহর সভা দেখতে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতেন। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ঢল নামতো মানুষের। দু’বছর আগের চিত্রের সঙ্গে কোনোভাবেই মিলছে না এবারের পরিস্থিতি। এদিন পশ্চিমবঙ্গে দুইটি সভা করে আসামে ভোটের প্রচারে যাওয়ার কথা ছিল অমিত শাহর। সেখান থেকে দিল্লি ফেরার কথা ছিল। কিন্তু আসামের সভা শেষ করে ফের কলকাতায় ফিরে আসেন শাহ। দলীয় নেতাদের নিয়ে সারা রাত বৈঠক করেন তিনি।বিজেপি সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, ওই বৈঠকে লোক না হওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ কথা হয়েছে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতাদের কাছে তার কৈফিয়ত চেয়েছেন অমিত শাহ। এর আগে নাড্ডার সভাতেও একই ঘটনা ঘটেছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।