প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৮.০৩.২০২১ ৩:১৭ এএম | প্রিন্ট সংস্করণ
ইউরোপা লিগ থেকে বিদায়ের শঙ্কায় আছে ডিনামো জাগরেব। টটেনহ্যামের কাছে প্রথম লেগে হেরেছে ২-০ গোলে। তাদের বিপক্ষে দ্বিতীয় লেগের আগে আরও এক দুঃসংবাদ পেয়েছে ক্লাবটি। কোচ জোরান মামিচের বিরুদ্ধে আনা কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়েছে, প্রায় পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে তাকে।ক্রোয়েশিয়ার সর্বোচ্চ আদালত গত সোমবার এ সিদ্ধান্ত জানানোর পরপরই অবশ্য নিজের পদ ছেড়েছেন মামিচ। ডিনামোর ক্লাব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘যদিও আমি অপরাধী নই, তারপরও পদত্যাগ করছি, কারণ আমি এর আগেই বলেছিলাম যদি কারাদন্ড হয় তাহলে আমি পদত্যাগ করব। ক্লাবের প্রতি শুভকামনা জানাচ্ছি আমি।’ তার অনুপস্থিতিতে ডিনামোর কোচের দায়িত্ব পালন করবেন ক্লাবটির খেলোয়াড় দামির ক্রাজনার।
কারাদন্ডে দন্ডিত হয়েছেন তার ভাই জদ্রাভকো মামিচও। তার কারাবাসের মেয়াদ ধারণ করা হয়েছে সাড়ে ছয় বছর। বলকান গণমাধ্যম এইচআরটিতে বলা হয়, ‘১১৬ মিলিয়ন কুনা কর ফাঁকির দায়ে জদ্রাভকো মামিচকে অসিজেক মিউনিসিপাল আদালতের দেওয়া সাড়ে ছয় বছরের কারাদন্ডটি সর্বোচ্চ আদালতও নিশ্চিত করেছে। জোরান মামিচকে দেওয়া ৪ বছর ১১ মাসের কারাদণ্ড অবশ্য কমে নেমে এসেছে ৪ বছর ৮ মাসে।’তাদের সঙ্গে তিন বছরের কারাদন্ড ভোগ করবেন ডিনামোর সাবেক পরিচালক দামির ভ্রবানোভিচও। শুধু এখানেই শেষ হচ্ছে না তাদের দুর্ভোগ। ১২.২ মিলিয়ন কুনা জরিমানাও করা হয়েছে সবাইকে। তাদের বিপক্ষে আনীত অভিযোগটি ছিল কর ফাঁকির। ডিনামোতে খেলোয়াড় আনার ক্ষেত্রে ১১৬ মিলিয়ন কুনা কর ফাঁকি দিয়েছিল ডিনামো, যাতে পরিচালক ভ্রবানোভিচের সঙ্গে যোগসাজশ ছিল দুই মামিচ ভাইয়েরও।