প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৮.০৩.২০২১ ৩:১৭ এএম | প্রিন্ট সংস্করণ
তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আপাতত নিউজিল্যান্ডে অবস্থান করছেন টাইগার ক্রিকেটাররা। এদিকে স্ত্রী সন্তানকে সময় দিতে যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন। তামিম এক ভিডিও বার্তায় দেশের সব ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি স্মরণ করেছেন খেলাধুলা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হবে। তাই আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের ক্রীড়া ব্যক্তিত্বদের জন্য রইল আমাদের তরফ থেকে শুভকামনা।’এছাড়া নিজের ফেসবুক পেজে তামিম ইকবাল লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। জাতির জনকের ত্যাগ হোক, নতুন প্রজন্মের অনুপ্রেরণা।’এদিকে বঙ্গবন্ধুর লক্ষ্য-পরিকল্পনার ওপর ভর করেই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে বলে মনে করেন সাকিব। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ।
যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়।আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিলো আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইলো বিনম্র শ্রদ্ধা।