আগামীকাল থেকে গ্র্যান্ডমাস্টারের লিগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৮.০৩.২০২১ ৩:১৭ এএম | প্রিন্ট সংস্করণ
১৩ গ্রান্ডমাস্টারকে নিয়ে ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে দাবা প্রিমিয়ার বিভাগ লিগ। বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের মধ্যে চার জন অংশ নিচ্ছেন এই লিগে। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ খেলবেন না এই লিগে। ভারতের আটজন ও বেলারুশের একজন গ্র্যান্ডমাস্টার খেলবেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম এবারের লিগকে সবার্ধিক গ্র্যান্ডমাস্টারের অংশগ্রহণ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘১৩ জনের বেশি গ্র্যান্ডমাস্টার প্রিমিয়ার লিগ দাবায় সাম্প্রতিক সময়ে কখনো অংশগ্রহণ করেনি।
এবারের লিগটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকষর্ণীয় হবে বলে আশা করি।’১৯ মার্চ থেকে লিগ শুরু হবে এখনো ভেন্যু ঠিক হয়নি। করোনা পরিস্থিতির জন্য স্বাস্থ্য বিধি বিবেচনা করে ভেন্যু ঠিক করবে ফেডারেশন। গতকাল রাতের মধ্যেই ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। দেশের ক্রীড়াঙ্গনে নতুন নাম সাইফ স্পোর্টিং। ইতোমধ্যে ফুটবলে নিজেদের পেশাদার আঙ্গিকে তৈরি করেছে। দাবাতেও তারা থাকছে শিরোপা লড়াইয়ে। গত লিগে রানার্স আপ হয়েছিল সাইফ। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন। সেই লক্ষ্যে বেলারুশের গ্র্যান্ডমাস্টারকে দলে ভিড়িয়েছে। সঙ্গে রয়েছেন রিফাত বিন সাত্তার। গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশে খেলবেন দেশের অন্যতম সেরা দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও জিয়াউর রহমান। পুলিশ ও সাইফ স্পোর্টিংয়ের মধ্যেই মূলত শিরোপার লড়াই হবে। বাংলাদেশ নৌবাহিনী দাবায় এক সময় ভালো দল গড়ত। এবার নৌবাহিনীতে কোনো বিদেশি দাবাড়ু খেলছে না। এবারের লিগে ১১ টি দল অংশ নিচ্ছে। রাউন্ড রবিন লিগ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। প্রতি দলে থাকবেন ছয় জন দাবাড়ু। এর মধ্যে চার জন বোর্ডে খেলবেন।মুজিব বর্ষ প্রিমিয়ার বিভাগ দাবা লিগে পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেক। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদকের আশাবাদ, ‘জুনে আমরা এশিয়ান জোনাল দাবার আয়োজক হব। সেই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হতে সাইফ পাওয়ারটেক সম্মতি দিয়েছে।’
জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ছাড়া আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদ উল্ল্যা, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দীপু সহ আরো অনেকে।