কারাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতি
৭১৪ কম্বলে ফুটিয়ে তুললেন শত কারাবন্দি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৮.০৩.২০২১ ১:৫৯ এএম | প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাবন্দিরা কারাগারের ইতিহাসে এই প্রথম ২২০ ফিট দৈর্ঘ্যের বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়েছে। দুই দিনের অক্লান্ত পরিশ্রমের পর ১০০ জন কারাবন্দি ৭১৪টি কম্বল দিয়ে ২২০ ফিট দৈর্ঘ্য এবং ৩৫ হাজার ২০০ বর্গফুটের বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়ে সম্মান প্রদর্শন করে।
কারাগারের ইতিহাসে এ ধরনের উদ্যোগ আগে আর কখনও নেওয়া হয়নি বলে জানিয়েছে কারা অধিদফতর।