প্রকাশ: বুধবার, ১৭ মার্চ, ২০২১, ১১:৩৮ পিএম আপডেট: ১৭.০৩.২০২১ ১১:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাজধানী ঐতিহাসিক মুজিবনগরের সঙ্গে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত চালু হলো এসি বাস সার্ভিস।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি ঐতিহাসিক স্থানের সংযোগ ঘটাতে নতুন এসি বাস চালু করেছে।
বুধবার (১৭ মার্চ) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল ভার্চুয়ালি টুঙ্গিপাড়া থেকে মুজিবনগর পথে বিআরটিসির বিশেষ বাস উদ্বোধন করেন। এতে অংশ নেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম।
প্রতিদিন সকাল ছয়টায় টুঙ্গিপাড়া ও মুজিবনগর থেকে একই সময়ে যাতায়াত করবে দুটি বাস। বিআরটিসির ওই বাস চলাচল করবে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, ভাঙ্গা, গোপালগঞ্জ সদর হয়ে।
বিআরটিসির সূত্রে জানা গেছে, বিআরটিসি তাদের বাস প্রথম ১০ দিন ভর্তুকি দিয়ে চালাবে। ১৭ থেকে ২২ মার্চ এবং ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাসের ভাড়া হবে ২০০ টাকা। পরবর্তীতে স্বাভাবিক সময়ের চাহিদা অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হবে।
ভোরের পাতা/পি