রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মত রাজনীতি যার যার, বঙ্গবন্ধু সবার: মোহাম্মদ শামস-উল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ মার্চ, ২০২১, ১১:১৮ পিএম | অনলাইন সংস্করণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আমরা এখনো শোক বহন করি। কারণ ১৭৯৫ সালের ১৫ আগস্টের কালো রাতের শোক এখনো কাটিয়ে উঠতে পারি না বলেই তার জন্মদিনে এখনো আনন্দ আয়োজন করতে পারি না। বঙ্গবন্ধু মানুষের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের জাতি হিসাবে ঋণ রয়েছে। এই ঋণ শোধ করার সহজ উপায় হচ্ছে তার আদর্শিক পথে চলা। ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসানকে এমন একটি মহতী আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশের স্কুল গুলোতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়ানো দরকার। তাহলে ছোট বেলা থেকেই আমাদের আগামীর প্রজন্মরা বাংলাদেশকে, বঙ্গবন্ধুকে নিজের মতো মনে করবে।

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২৮১তম পর্বে বুধবার (১৭ মার্চ) আলোচক হিসাবে উপস্থিত হয়ে এসব কথা বলেন নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক গবেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি, যুক্তরাজ্য স্টাডি সার্কেলের চেয়ারপার্সন সৈয়দ মোজাম্মেল আলী, স্বাধীন বাংলার জাতীয় ক্রিকেট দলের প্রথম দলনেতা রকিবুল হাসান, জার্মান দূতাবাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনারারি কনস্যুলেট, বাংলাদেশ এসোসিয়েশন জার্মানির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহিনুর রহমান। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।

মোহাম্মদ শামস-উল ইসলাম বলেন, আজকের এই বিষয়টা নির্ধারণের জন্য ভোরের পাতাকে ধন্যবাদ জানাচ্ছি। এত অল্পকথায় এমন বিশ্লেষণ করেছেন সঠিকভাবেই বঙ্গবন্ধুই বাংলাদেশ। আমি মনে করি যে, মত রাজনীতি যার যার, বঙ্গবন্ধু সবার। বঙ্গবন্ধুর প্রশ্নে সব পথ মিলে যায়। তিনিই আমাদের আদর্শ। আজকে বলতে পারি, বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা আজ বাংলাদেশ নিয়ে গর্ববোধ করতে পারি, এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে আমরা গর্ব করি। বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন অনেক কিছু। এক সময় হেনরি কিসিনঞ্জার বলেছিলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। কিন্তু বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এমনকি বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলিস ভিশনারী বলেছিলেন, বাংলাদেশের মাথাপিছু আয় ৯০০ মার্কিন ডলার হতে সময় লাগবে ১২৫ বছর। তারা একসময় বলতো, বাংলাদেশ যদি উন্নয়ন করতে পারে, তাহলে পৃথিবীতে অনুন্নত কোনো দেশ থাকবে না। কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। মাত্র ৫৫ বছর বয়সী একজন মানুষ দেশ শাসনের জন্য মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। তিনি কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। পরবর্তী সমবায়কে চাঙা করতে পারেননি সময়ের অভাবে। এটা করতে পারলে আমরা বাংলাদেশের অর্থনীতি সুবর্ণ জয়ন্তীতে নয়, রজত জয়ন্তীতেই করতে পারতাম। সেটা আমরা করতে পারি নাই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কারণে। এটা আমাদের দুর্ভাগ্য। তারপরও আমাদের আশার আলো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই যে পদ্মা সেতুর ২.৪৬ বিলিয়ন ডলারের মধ্যে ইতিমধ্যেই এককভাবে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড। বিশ্বব্যাংক ষড়যন্ত্র করে এই অর্থায়ন থেকে সরে গিয়েছিল, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এখন পদ্মা সেতু বাস্তবায়ন শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই পায়রা বন্দর, বিদ্যুতকেন্দ্রসহ বড় বড় মেগাপ্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী হিসাবে শেখ হাসিনা দাবায়ে রাখতে পারবে না নীতিতেই বিশ্বাসী হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  ভোরের পাতা সংলাপ   মোহাম্মদ শামস-উল ইসলাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]