প্রকাশ: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১১:১৮ এএম আপডেট: ১৩.০৩.২০২১ ১২:৪১ পিএম | অনলাইন সংস্করণ
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ প্যাড ও পার্কাসন বাদক হানিফ আহমেদ এবং প্যাড বাদক পার্থ গুহ।
এ সময় মারাত্মক আহত হয়েছে মাইক্রোবাসে থাকা আরো ছয়জন। আহতদের মধ্যে চার জনের নাম জানা গেছে। তারা হলেন- তরুণ গায়িকা বিউটি খান, নন্দন চৌধুরী, পাপ্পু, লুৎফর।
শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শোয়ের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁদপুরে একটি শো করে রাত ৩টার দিকে একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন তারা। ভোরে মীরসরাইয়ে আসার পর একটি লরির সঙ্গে তাদের মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে দুইজন মারা যান। আহত হন পাঁচজন। হানিফ আহমেদ ও পার্থ গুহ দুজনেরই বাড়ি কুমিল্লায়।
হানিফের বড় ভাই মানিক আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। আহত সবাইকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার হানিফকেও মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে বিউটি খানের অবস্থা আশঙ্কাজনক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। আহত বিউটি ও লুৎফরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভোরের পাতা/কে