প্রকাশ: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৩.০৩.২০২১ ৩:৪৪ এএম | প্রিন্ট সংস্করণ
হংকংয়ের নির্বাচন পদ্ধতির পরিবর্তনের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চীনের এই সিদ্ধান্তকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ এবং হংকংয়ে সায়ত্তশাসন ফিরিয়ে দিতে চীনের প্রতিশ্রুতির ওপর ‘প্রকাশ্য আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার বেইজিং হংকং নির্বাচনে ‘প্রার্থীদের ওপর ভেটো দেয়ার প্রস্তাব পাস করে’।
এর কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর এক বিবৃতিতে এই নিন্দা জানায়। ব্লিনকেন চীনের এই পরিকল্পনাকে হংকংয়ের নির্বাচন উদ্দেশ্যের উল্টোব্যবস্থা হিসেবে উল্লেখ করেন। হংকংয়ে সার্বজনীন ভোটারব্যবস্থা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
হংকংয়ের মৌলিক আইন এবং মিনি সংবিধানে সার্বজনীন ভোটাধিকারের প্রতিশ্রুতি আছে উল্লেখ করে ব্লিনকেন বলেন, নির্বাচনে অংশগ্রহণ সীমাবদ্ধ করা এসব বিধান হংকংবাসীকে নিজস্ব সরকার গঠনবাধা দেয়।
ব্লিনকেন চীন এবং হংকং কর্তৃপক্ষের প্রতি গত বছরের সেপ্টেম্বরের বিলম্বিত নির্বাচনে সকল প্রার্থী যেন স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানান। তবে হংকংয়ের নির্বাচন পদ্ধতি পরিবর্তনের কারণে ওয়াশিংটন বেইজিংয়ের ওপর নতুন করে কোনো ব্যবস্থা নিবে কিনা ব্লিনকেন সেটা উল্লেখ করেননি।
হংকংয়ে ২০১৯ সাল থেকে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভের সময় থেকে প্রধান ক্যারি লাম এবং অন্যান্য কর্মকর্তাদের প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।এর আগে চীনের আইনসভা গত বৃহস্পতিবার হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা নিয়ন্ত্রণে একটি প্রস্তাব পাস করে।
বিশ্লেষকরা বলছেন, ভূখন্ডটির ওপর বেইজিংয়ের নিয়ন্ত্রণ আরও বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। তবে চীনের দাবি- দেশপ্রেমিকদের হাতেই যেন হংকংয়ের দায়িত্ব থাকে; এটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।