সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নাইজেরিয়ায় ফের স্কুল শিক্ষার্থীদের অপহরণ
সীমানা পেরিয়ে ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৩.০৩.২০২১ ৩:৪৩ এএম | প্রিন্ট সংস্করণ

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম কাদুনা রাজ্যে বদুকধারীরা অন্তত ৩০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে। পুলিশের একজন মুখপাত্র এবং প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তা অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। কাদুনা প্রদেশ পুলিশের মুখপাত্র মোহাম্মদ জালিজ অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন।

রয়টার্সের  জানায়, ফেডারেল কলেজ অফ ফরেস্ট্রিতে এই ঘটনা ঘটেছে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে সুনির্দিষ্টভাবে সেই সংখ্যা কেউ জানাতে পারেনি। কাদুনা রাজ্যের নিরাপত্তা কমিশনার সামুয়েল আরুয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও অপহৃত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা জানাতে পারেননি তিনি।

তবে ফেডারেল কলেজ অফ ফরেস্ট্রি মেকানাইজেশনের একজন ছাত্র জানিয়েছেন, অপহৃতদের সবাই নারী শিক্ষার্থী। যদিও কর্তৃপক্ষ এটা নিশ্চিত করতে পারেননি। তবে অন্য কিছু শিক্ষার্থী জানিয়েছে,বন্দুকধারীদের আক্রমণের সময় কিছু তরুণী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হারুনা সালিসু জানান, রাত সাড়ে ১১টার দিকে তারা বেশ কিছু গুলির শব্দ পান।

তিনি বলেন, ‘আমরা এতে আতঙ্কিত হইনি, ভেবেছিলাম এটি নাইজেরিয়ার প্রতিরক্ষা একাডেমিতে নিয়মিত সামরিক মহড়া চলছে। ভোর ৫টা ২০ মিনিটে নামাজের জন্য বের হলে আমরা কলেজের আঙ্গিনায় শিক্ষার্থী, শিক্ষক ও নিরাপত্তা কর্মীদের দেখতে পাই। তারা আমাদেরকে জানান, বন্দুুকধারীরা কলেজে হামলা চালিয়েছিল এবং কয়েক জন শিক্ষার্থীকে অপহরণ করেছে।’

মুক্তিপণের জন্য নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতেবৃন্দুকধারীরা নিয়মিত অপহরণের ঘটনা ঘটিয়ে থাকে। আড়াই মাস আগেও দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাটসিনায় তিন শতাধিক স্কুলছাত্রকে অপহরণ করা হয়। পরে সরকার অপহরণকারীদের সঙ্গে সমঝোতায় গিয়ে তাদের মুক্ত করে আনে। দস্যুরা নাইজেরিয়ায় রুগু জঙ্গলে নিজেদের গোপন আস্তানা গড়ে তুলেছে।

এই জঙ্গল দেশটির জামফারা, কাটসিনা, কাদুনা ও নাইজার রাজ্যকে ছুঁয়েছে। এসব স্থানে সেনা মোতায়েন করা হলেও দস্যুদের আক্রমণ অব্যাহতই রয়েছে। সাধারণত এই অপরাধী চক্র অর্থের জন্য লোকজনকে অপহরণ করে থাকে, তাদের কোনো আদর্শিক লক্ষ্য নেই। তবে তাদের মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ক্রিয়াশীল জঙ্গিগোষ্ঠীর সদস্যদের অনুপ্রবেশ ঘটেছে কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছে নিরাপত্তা বিভাগ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]