প্রকাশ: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৩.০৩.২০২১ ৩:৪৩ এএম | প্রিন্ট সংস্করণ
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম কাদুনা রাজ্যে বদুকধারীরা অন্তত ৩০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে। পুলিশের একজন মুখপাত্র এবং প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তা অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। কাদুনা প্রদেশ পুলিশের মুখপাত্র মোহাম্মদ জালিজ অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন।
রয়টার্সের জানায়, ফেডারেল কলেজ অফ ফরেস্ট্রিতে এই ঘটনা ঘটেছে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে সুনির্দিষ্টভাবে সেই সংখ্যা কেউ জানাতে পারেনি। কাদুনা রাজ্যের নিরাপত্তা কমিশনার সামুয়েল আরুয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও অপহৃত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা জানাতে পারেননি তিনি।
তবে ফেডারেল কলেজ অফ ফরেস্ট্রি মেকানাইজেশনের একজন ছাত্র জানিয়েছেন, অপহৃতদের সবাই নারী শিক্ষার্থী। যদিও কর্তৃপক্ষ এটা নিশ্চিত করতে পারেননি। তবে অন্য কিছু শিক্ষার্থী জানিয়েছে,বন্দুকধারীদের আক্রমণের সময় কিছু তরুণী পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হারুনা সালিসু জানান, রাত সাড়ে ১১টার দিকে তারা বেশ কিছু গুলির শব্দ পান।
তিনি বলেন, ‘আমরা এতে আতঙ্কিত হইনি, ভেবেছিলাম এটি নাইজেরিয়ার প্রতিরক্ষা একাডেমিতে নিয়মিত সামরিক মহড়া চলছে। ভোর ৫টা ২০ মিনিটে নামাজের জন্য বের হলে আমরা কলেজের আঙ্গিনায় শিক্ষার্থী, শিক্ষক ও নিরাপত্তা কর্মীদের দেখতে পাই। তারা আমাদেরকে জানান, বন্দুুকধারীরা কলেজে হামলা চালিয়েছিল এবং কয়েক জন শিক্ষার্থীকে অপহরণ করেছে।’
মুক্তিপণের জন্য নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতেবৃন্দুকধারীরা নিয়মিত অপহরণের ঘটনা ঘটিয়ে থাকে। আড়াই মাস আগেও দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাটসিনায় তিন শতাধিক স্কুলছাত্রকে অপহরণ করা হয়। পরে সরকার অপহরণকারীদের সঙ্গে সমঝোতায় গিয়ে তাদের মুক্ত করে আনে। দস্যুরা নাইজেরিয়ায় রুগু জঙ্গলে নিজেদের গোপন আস্তানা গড়ে তুলেছে।
এই জঙ্গল দেশটির জামফারা, কাটসিনা, কাদুনা ও নাইজার রাজ্যকে ছুঁয়েছে। এসব স্থানে সেনা মোতায়েন করা হলেও দস্যুদের আক্রমণ অব্যাহতই রয়েছে। সাধারণত এই অপরাধী চক্র অর্থের জন্য লোকজনকে অপহরণ করে থাকে, তাদের কোনো আদর্শিক লক্ষ্য নেই। তবে তাদের মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ক্রিয়াশীল জঙ্গিগোষ্ঠীর সদস্যদের অনুপ্রবেশ ঘটেছে কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছে নিরাপত্তা বিভাগ।