প্রকাশ: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৩.০৩.২০২১ ৩:৪০ এএম | প্রিন্ট সংস্করণ
মার্কিন জনগণ করোনাভাইরাসের টিকা গ্রহণ করলে আগামী ৪ জুলাই স্বাধীনতা দিবসে ছোটখাটো সমাগম করার ভালো সুযোগ রয়েছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রাইমটাইম ভাষণে এই ঘোষণা দেন তিনি। বিশ্বজুড়ে করোনামহারি ঘোষণার বর্ষপূর্তির দিনে বাইডেন এই ঘোষণা দিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রেবয়স ও স্বাস্থ্যগত পরিস্থিতি বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান চলছে। তবে প্রেসিডেন্ট বাইডেন আগামী ১ মে’র মধ্যে সব প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করতে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমরা যদি এটা করতে পারি তাহলে ভালো সুযোগ রয়েছে যে আপনাদের পরিবার এবংবন্ধুরা বাড়ির আঙিনায় সমবেত হতে পারবেন আর স্বাধীনতা দিবস উদযাপন করতে পারবেন।’
তিনি বলেন, দেশ কেবলমাত্র স্বাধীনতা দিবসই নয় বরং ভাইরাস থেকেও স্বাধীনতা লাভ উদযাপন করতে পারবেন।টিকাদান কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা অনুযায়ী মানুষ যেসব স্থানে টিকা নিতে পারবেন সেসব জায়গার পরিমাণ বাড়ানো হয়েছে। পশু চিকিৎসক এবং দাঁতের চিকিৎসকরাও এখন থেকে মানুষকে টিকা দিতে পারবেন। এছাড়া পিছিয়ে পড়া এলাকাগুলোতে ভ্রাম্যমাণ ইউনিট পাঠিয়ে টিকাদান করা হবে বলে জানান প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট হিসেবে নিজের শততম দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি বলছেন ৬০ দিনের মধ্যেই এই লক্ষ্য অর্জন করা যাবে। তিনি জনগণকে সামাজিক দূরত্ববজায় রাখা, হাত ধোয়া এবং মাস্ক পরার মতো বিধিনিষেধ পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ‘ভাইরাসকে পরাজিত করা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা নির্ভর করছে জাতীয় ঐক্যের ওপর।’
এদিকে বৃহস্পতিবার বাইডেন ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা প্রণোদনা বিলে স্বাক্ষর করেছেন। এই বিলে প্রত্যেক মার্কিনির জন্য এক হাজার চারশ’ ডলার করে দেওয়ার পাশাপাশি বেকারভাতা প্রদান করার কথা রয়েছে। এই মাস থেকেই এই প্রণোদনা বিলের কার্যক্রম শুরু হবে।