প্রকাশ: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৩.০৩.২০২১ ৩:৩৮ এএম | প্রিন্ট সংস্করণ
জয় চৌধুরী। নতুন বছরের শুরু থেকে চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ক্যারিয়ারে ‘হিটম্যান’, ‘অন্তর জ্বালা,’ ‘চিনি বিবি’ ও ‘আজব প্রেম’সহ বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। অভিনয় ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে...
এই সময়ের ব্যস্ততা নিয়ে বলুন?
এই সময়ে তিনটি চলচ্চিত্রের কাজ শেষের পথে। ছবিগুলো হলো ‘আয়না, ‘অমানুষ হলো মানুষ, এবং এক পশলা বৃষ্টি। হাতে নতুন কয়েকটি ছবি আছে। খুব শিগগির এগুলোর কাজ শুরু করবো।
মুক্তির অপেক্ষায় কয়টি ছবি আছে?
মুক্তির অপেক্ষায় রয়েছে ৪ টি সিনেমা আছে। ছবিগুলো হলো ‘আনন্দ অশ্রু’, ‘ভালোবাসি কতো বোঝাবো কেমনে’, ‘অবাস্তব ভালোবাসা’ ও ‘কাকতারুয়া’।
এই সময়ে অল্প বাজেটের ছবিগুলোর মান কেমন হচ্ছে?
সত্যি বলতে, আগে আমাদের গল্পের উপর বাজেট হতো। কিন্তু এখন আমাদের দেশের করোনা দুর্গতির পর হল একদমই কমে গেছে। বিগ বাজেটের সিনেমাগুলো মুখ থুবরে পরছে। এই মুহুর্তে শাহরুখ , সালমান অথবা টম ক্রুজ কে দিয়ে মোটামুটি বাজেটের বাংলা সিনেমা করলেও টাকা উঠবে না বাংলাদেশে। তাই চলচ্চিত্রকে সচল রাখতে বাজেটের উপর গল্প প্রাধান্য পাচ্ছে। আমাদের গল্পে যদি বাজেট না লাগে কোথায় লাগাবেন অতিরিক্ত বাজেট। আমার মনে হয় এখন একটি সিনেমাতে গল্পে ও গানে বেশি জোর দেওয়া উচিত। একটি ভালো সিনেমা করতে বাজেট মুখ্য বিষয় না।
ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা কী?
চলচ্চিত্রকে ভালোবেসে এখনো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই আছি। আমার ১৪ টি সিনেমা শেষ হলো। অবশ্যই চলচ্চিত্রকেই আমার ধ্যান গ্যান ভভিষ্যত মনে করি। বাকিটা চেষ্টা করে যাচ্ছি, সামনে বেশ কিছু বিগ প্রজেক্ট রেডি হচ্ছে। আসা করছি আমার দর্শকরা ভালো কিছু পাবে আমার কাছে থেকে। কারন তাদের সাপোর্ট ও ভালোবাসা নিয়েই চলচ্চিত্রে থাকতে চাই।
চলচ্চিত্রে যাত্রা শুরু হলো কিভাবে?
২০১২ সালে মনোয়ার হোসেন ডিপজল চাচ্চুর হাত ধরেই এফ আই মানিক স্যারের ‘এক জবান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আমার পথচলা শুরু।