প্রকাশ: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৩.০৩.২০২১ ৩:৩৫ এএম | প্রিন্ট সংস্করণ
নায়িকা হিসেবে অভিনীত দীঘির প্রথম ছবি সারা দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। নানা আলোচনা-সমালোচনা মধ্যেই পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিবেশক জাজ মাল্টিমিডিয়া জানায় প্রথম সপ্তাহে ২৫ হলে হলেও চাহিদা বাড়লে দ্বিতীয় সপ্তাহে ছবিটির হল বাড়ানো হবে।
‘তুমি আছো তুমি নেই’ ছবির প্রযোজক সিমি ইসলাম কলি। এই ছবিতে দীঘির পাশাপাশি দ্বিতীয় নায়িকা হিসেবে প্রযোজকও অভিনয় করেছেন। পাশাপাশি সিমি অভিনীত ‘নারীর শক্তি’ নামে আরও একটি ছবি মুক্তির তারিখ নেওয়া ছিলো আজকের। বি এইচ নিশান পরিচালিত ‘নারীর শক্তি’তে মূখ্য চরিত্রে অভিনয় করছেন প্রযোজক সিমি। কিন্তু হল মালিকদের আগ্রহ না থাকায় কোনো হল পায়নি ছবিটি। ফলে প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখ নেওয়া থাকলেও হল না পাওয়ায় ছবিটি মুক্তি দেওয়া হয়নি বলে জানান, সিমি।
‘তুমি আছো তুমি নেই’ ও ‘নারীর শক্তি’ দুটি ছবিই প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত। নারীর শক্তি’ মুক্তি না পাওয়া নিয়ে প্রযোজক ও নায়িকা সিমি বলেন, দুটি ছবির জন্যই আজকের তারিখ নেওয়া ছিলো। তুমি আছো তুমি নেই নিয়ে আমরা বেশি প্রচারণা চালিয়েছি। ভাবছিলাম নারী শক্তি নিয়ে কোনো হল আগ্রহ দেখালে মুক্তি দেওয়া হবে। কিন্তু হল না পাওয়ায় ছবিটি মুক্তি পায়নি।