প্রকাশ: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৩.০৩.২০২১ ৩:৩২ এএম | প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আক্যাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক দেওয়া হয় বার্ষিক পুরস্কার। এটি বিশ্বজুড়ে গ্র্যামি অ্যাওয়ার্ড নামে খ্যাত। সংগীতের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদার এই স্বীকৃতি। সংগীতে অসাধারণ অবদানের জন্য ১৯৫৮ সাল থেকে দেওয়া হচ্ছে এ পুরস্কার।
চলতি বছর পুরস্কার প্রদানের পাঁচ দিন আগেই অ্যাওয়ার্ডটি নিয়ে বেশ সমালোচনা করেছেন জনপ্রিয় ইংরেজ সংগীতশিল্পী এবং গীতিকার জাইন মালিক।
তিনি দাবি করেছেন, এই পুরস্কারের জন্য কর্তৃপক্ষকে ঘুষ দিতে হয়।
সম্প্রতি অ্যাওয়ার্ডটি নিয়ে এক টুইট বার্তায় ক্ষোভ প্রকাশ করে জাইন লেখেন, ‘আপনি যদি তাদের সঙ্গে যোগাযোগ না রাখেন কিংবা ঝুড়িভর্তি উপহার না পাঠান, তাহলে এই পুরস্কারের মনোনয়ন আপনার জন্য নয়।’
এটুকু লিখে ‘পরের বছর ঝুড়িভর্তি উপহার পাঠাতে চাই’ বলেও অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে টিপ্পনি কাটেন তিনি। চলতি বছর জাইন একা কিংবা ওয়ান ডিরেকশনের সঙ্গে নমিনেশন পাওয়ার বেশ কথা চলছিল। কোনোটাতেই অবশেষে নমিনেশন না পাওয়ার কারণে তিনি অনেকটা ক্ষুব্ধ হয়ে আছেন। তারই বহিঃপ্রকাশ যেন এই টুইট বার্তা। এমনটাই ভাবছেন ভক্তরা।