প্রকাশ: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৩.০৩.২০২১ ৩:২৩ এএম | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম পর্ব শেষে গতকাল শুক্রবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) বনাম আয়ারল্যান্ড উলভস দলের লড়াই। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। যেখানে সিরিজের প্রথম ম্যাচটি করোনার কারণে পরিত্যক্ত হয়। পরের দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা।
গতকাল সিরিজ জয়ের মিশনে আয়ারল্যান্ড উলভসকে ১৮২ রানে থামিয়ে দিয়ে ৮ উইকেটে জয় তুলে নেয় সাইফ হাসানের দল। সুমনের গতিঝড় আর জয়-হৃদয়ের ব্যাটে পাত্তা পায়নি সফরকারি আইরিশরা।বাংলাদেশ সফরে এসে একদমই সুবিধা করতে পারছে না আইরিশ উলভস। একমাত্র অনানুষ্ঠানিক টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজটাও এক ম্যাচ বাকি থাকতে খুইয়ে বসেছে সফরকারি দল।
ঢাকার মিরপুর শেরে বাংলায় অনানুষ্ঠানিক চতুর্থ ওয়ানডেতে গতকাল আইরিশদের ৮ উইকেট আর ৫১ বল হাতে রেখে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। এতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগার জুনিয়ররা। সিরিজের প্রথম ওয়ানডেটি করোনার কারণে বাতিল হয়েছিল। মিরপুরে সুমন খানের বোলিং তোপে ৪৬.২ ওভারে ১৮২ রানেই গুটিয়ে যায় আইরিশ উলভসের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তিন নম্বরে নামা মার্ক এডায়ার। এছাড়া রোহান প্রিটোরিয়াস ৩৫ এবং গ্রাহাম হোমে খেলেন অপরাজিত ২৯ রানের ইনিংস।সুমন খান ৩১ রান খরচায় নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার করেন মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল হাসান এবং সাইফ হাসান। জয়ের জন্য লক্ষ্য দাড়ায় ১৮৩ রানের। ১০ রানের মধ্যে তানজিদ হাসান আর ইয়াসির আলি রাব্বিকে হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ ইমার্জিং দল। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম আর শেষ বলে দুজনকে তুলে নেন পিটার চেজ।
তবে এরপর আর আইরিশদের মাথায় চড়ে বসতে দেননি মাহমুদুল হাসান জয়-তৌহিদ হৃদয়। তৃতীয় উইকেটে তারা ১৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। দুই ব্যাটসম্যানেরই সুযোগ ছিল সেঞ্চুরি পাওয়ার। কিন্তু লক্ষ্য পূরণ হয়ে যাওয়ায় আর তিন অংক ছোঁয়া হয়নি কারও। ১৩৫ বলে ৮ বাউন্ডারিতে ৮০ রানে অপরাজিত থাকেন জয়। হৃদয় ছিলেন বেশি স্বাচ্ছন্দ্য, ৯৭ বলে ৯ চারে হার না মানা ৮৮ রান করেন তিনি।