নেপালে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু অধিনায়ক জামাল ভূঁইয়া ভারতের আই লিগ নিয়ে ব্যস্ত। তাকে চেয়ে জামালের ক্লাব কলকাতা মোহামেডানের কাছে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। চিঠির উত্তরে বাংলাদেশি দলনেতাকে পাঠাতে চেয়েছে কলকাতা মোহামেডান।
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ন্যাশনাল টিমস কমিটির গত মিটিংয়ের পর আমরা কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছিলাম। সেখানে বলা হয়েছিল মার্চের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য জামালকে ছেড়ে দেওয়ার কথা। আফগানিস্তান ম্যাচ নিয়ে যেহেতু অনিশ্চয়তা ছিল, পরিষ্কারভাবে বলা হয়েছিল নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের কথাও।’
তিনি আরো বলেন, কলকাতা মোহামেডান অফিসিয়ালি নিশ্চিত করেছে তারা জামালকে ছাড়বে। ১৮ মার্চ রিলিজ দেবে তাকে। ওই দিন জামাল বাংলাদেশে ফিরতে পারে, সরাসরি নেপালেও চলে যেতে পারে। আমরা ফ্লাইট অপশনগুলো দেখছি।
এর আগে আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করে বাফুফে। দলে নতুন মুখ রয়েছে পাঁচটি। বাংলাদেশ দলের ক্যাম্পে ডাক পাওয়া নতুনরা হলেন- বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন, মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মো. ইমন, মেহেদি হাসান, ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল ও মোহামেডানের ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ।
বাংলাদেশের ২৪ সদস্যের স্কোয়াড: জামাল ভূঁইয়া, রিমন হোসেন, আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, শহীদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াছিন আরাফাত, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান, মেহেদী হাসান রয়েল, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ আব্দুল্লাহ, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, হাবিবুর রহমান সোহাগ ও সুমন রেজা।