প্রকাশ: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৩.০৩.২০২১ ৩:২০ এএম | প্রিন্ট সংস্করণ
নিজ ক্লাবের সঙ্গে এখনো চুক্তি নবায়ন করেননি রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। চলতি মৌসুম শেষে চাইলে ফ্রিতেই ক্লাব পরিবর্তন করতে পারবেন তিনি।
ক্লাব পরিবর্তনের ব্যাপারে এক সাক্ষাৎকারে প্রশ্ন প্রসঙ্গে তিনি জানান যে, আর যে কোনো ক্লাবে যান না কেন, বার্সায় যাবেন না। আর উল্টো বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসিকে রিয়ালে স্বাগত জানিয়েছেন তিনি।
রামোস বলেন, ‘আমি কখনও বার্সেলোনার হয়ে খেলব না। বছরে ৫০ মিলিয়ন বা ৭০ মিলিয়ন ইউরো (প্রায় ৭১০ কোটি টাকা) দিলেও না। কিছু বিষয় থাকে, যেগুলো টাকা দিয়ে কেনা সম্ভব নয়। এটা অসম্ভব।’
তবে নিজে বার্সেলোনায় না গেলেও, চির প্রতিদ্বন্দ্বী ক্লাবটির অধিনায়ককে ঠিকই নিজের ক্লাবে নিয়ে আসতে চান রামোস। প্রয়োজনে মেসিকে নিজের বাড়িতে দাওয়াত করে সব বুঝিয়ে দেবেন রিয়াল অধিনায়ক।
এ বিষয়ক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আমি মেসিকে রিয়াল মাদ্রিদে গ্রহণ করব কি না? একশ পারসেন্ট! কোনো সন্দেহ ছাড়াই। আমি তাকে আমার বাড়িতেও দাওয়াত করবো, যেন তার সাহায্য হয়।’
২০০৫ সালে প্রথম রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। আর ক্লাবটির অধিনায়কের দায়িত্ব পান ২০১৫ সালে। এখন পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন ৪৬৮টি ম্যাচ। ডি-বক্সে প্রতিপক্ষের আক্রমণভাগের খেলোয়াড়দের প্রতিহত করার পাশাপাশি ৭২টি গোল করতে সক্ষম হয়েছেন রামোস। রিয়ালের হয়ে এখন পর্যন্ত চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবল তারকা। এছাড়া চারবার লা-লিগায়, কোপা দেল রে’তে দুইবার, সুপার কাপে দুইবার এবং ক্লাব বিশ্বকাপে চারবার রিয়াল মাদ্রিদকে শিরোপা জিতিয়েছেন।