প্রকাশ: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৩.০৩.২০২১ ৩:১৮ এএম | প্রিন্ট সংস্করণ
এবার করোনা হানা দিয়েছে ভারতীয় ফুটবলে। দেশটির জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনিল ছেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
টুইটারে ছেত্রী লেখেন, ‘একটা ভালো নয় এমন খবর হলো, আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে ভালো খবরটি হলো, আমি ভালো অনুভব করছি এবং ক্রমেই সেরে উঠছি। শিগগিরই মাঠে ফিরতে পারব। সবাইকে বলবো সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।’
ভারতীয় ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা করোনা আক্রান্ত হওয়ায় তাকে কোয়ারিন্টিনে থাকতে হবে। যে কারণে আগামী ২৫ মার্চ দুবাইয়ে ওমানের বিপক্ষে হতে যাওয়া ভারতের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি খেলতে পারবেন না ছেত্রী। শুধু ওমানের বিপক্ষে নয়, একই মাঠে ২৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হয়তো খেলা হবে না তার।গত মাসে গোয়ায় জৈব সুরক্ষা বলয়ে থেকে ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেন ছেত্রী। তার দল ব্যাঙ্গালুরু এফসি বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। গত ২৫ ফেব্রুয়ারি শেষ ম্যাচটি খেলেছেন ছেত্রী। যেখানে একটি গোলও করেছিলেন তিনি।
উল্লেখ্য, সুনিল ছেত্রী ভারতীয় জাতীয় দলের জার্সিগায়ে প্রথম মাঠে নামেন ২০০৫ সালে। আর এখন দেশটির ফুটবল দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দেশের হয়ে খেলেছেন মোট ১১৫টি ম্যাচ। আর প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৭২বার। ভারতের ফুটবল ইতিহাসে তার চেয়ে বেশি গোল কেউই দেয়নি। আর বিশ্ব ফুটবল ইতিহাসে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল দাতার তালিকায় ছেত্রী রয়েছেন দশ নম্বরে।