শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
স্পিনারদের বড় ভূমিকা দেখছেন ভেট্টোরি
খেলার মাঠে রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১৩.০৩.২০২১ ৩:১৭ এএম | প্রিন্ট সংস্করণ

কাগজে-কলমে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। বাস্তবে অদৃশ্য! অবস্থা অনেকটা এরকমই ছিল। এমনিতেই তার সঙ্গে চুক্তি ছিল ১০০ দিনের, এর মধ্যে হানা দেয় কোভিড মহামারী। চড়া মূল্যে পাওয়া স্পিন কোচ হয়ে উঠেছিলেন যেন অমাবশ্যার চাঁদ। অবশেষে তার সংস্পর্শ পেল দল।

কুইন্সটাউনে ক্যাম্পের প্রথম দিনে ভেট্টোরি শোনালেন স্পিনারদের নিয়ে আশার কথা। ভেট্টোরির সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ এমনিতে শেষ বেশ আগেই। তবে ১০০ দিনের কাজ শেষ হয়নি কোভিডের কারণে খেলা বন্ধ থাকায়।অবশ্য তার দায়িত্ব নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি বারবার উঠেছে এখানেই। ভেট্টোরির মতো একজন গ্রেটকে স্রেফ সিরিজের সময় দলের সঙ্গে রেখে লাভ কি? খেলার ব্যস্ততার সময় তো স্পিনারদের নিয়ে আলাদা করে কাজ করার সুযোগ নেই, যে সুযোগ থাকে অনুশীলন ক্যাম্পে। এবার অবশ্য সিরিজের আগে হলেও কিছুটা নিবিড় কাজ করার সুযোগ মিলছে। ৫ দিনের ক্যাম্পে যোগ দিতে আগেই কুইন্সটাউনে চলে গিয়েছিলেন ভেট্টোরি। গত বুধবার দল পৌঁছেছে। গত বৃহস্পতিবার শুরু হয়েছে ক্যাম্প।

দীর্ঘ বিরতির পর আবার মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মেহেদি হাসানদের নিয়ে কাজ করতে পেরেছেন স্পিন কোচ। নিউজিল্যান্ডের কথা ভাবলেই অবশ্য চোখে ভাসে পেস বোলারদের ছবি। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিং ঝড়ের ঝাপটাও লাগে মনে। তবে অন্য ছবিটাও এখন স্পষ্ট হতে শুরু করেছে।কুইন্সটাউনে নয়নাভিরাম জন ডেভিস ওভালে প্রথম দিনের অনুশীলনে বাংলাদেশ দল। কুইন্সটাউনে নয়নাভিরাম জন ডেভিস ওভালে প্রথম দিনের অনুশীলনে বাংলাদেশ দল।সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজে ১৩ উইকেট নিয়ে ম্যান অব দা সিরিজ ছিলেন কিউই লেগ স্পিনার ইশ সোধি। দ্বিতীয় সর্বোচ্চ ৮ উইকেট ছিল অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগারের। এছাড়াও বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার, এমনতি অনিয়মিত স্পিনার গ্লেন ম্যাক্সওয়েলের স্পিনও ছিল বেশ কার্যকর।এই উদাহরণগুলো তুলে ধরেই বাংলাদেশের স্পিনারদের জন্য আশার আলো দেখালেন ভেট্টোরি।‘আমার মনে হয়, স্পিন এখানে বড় ভূমিকা রাখতে পারে। মিচ স্যান্টনার ও ইশ সোধি সাম্প্রতিক সিরিজগুলোয় কত সাফল্য পেয়েছে দেখুন।

এমনকি অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জ্যাম্পাও ভালো ভূমিকা রেখেছে। সবাই জানে, সাদা বলের সিরিজে গুরুত্বপূর্ণ অংশ স্পিন। বিশেষ করে মিরাজ, তার যে অভিজ্ঞতা ও সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যতটা সাফল্য পেয়েছে, আমার মনে হয় সে দলকে অনেক কিছু দিতে পারে। তাকে সঙ্গ দিতে মেহেদি, নাসুমরা আছে। ওরাও দলে জায়গা করে নিতে পারে এবং পারফরম্যান্স দিয়ে অবদান রাখতে পারে।

নিউজিল্যান্ডে পৌঁছার পর এ দিনই প্রথম দলগত অনুশীলনের সুযোগ পায় বাংলাদেশ। পাহাড়ের কোলে ও বিমানবন্দর ঘেঁষা নয়নাভিরাম ভেন্যু জন ডেভিস ওভালে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ঝালিয়ে নেন ক্রিকেটাররা।

এই সফরে অধিনায়ক তামিম: নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেব প্রথম সফরেই তামিম ইকবালের সামনে কঠিন পরীক্ষা। অজেয়কে জয় করার চ্যালেঞ্জ! তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে নিয়ে দারুণ আশাবাদী দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

তার মতে, বাংলাদেশের সৌভাগ্য যে এই সফরে দলের অধিনায়ক তামিম।জাতীয় দলের হয়ে এবার নিয়ে ষষ্ঠবার নিউজিল্যান্ড সফরে গেলেন তামিম। তিন সংস্করণ মিলিয়ে সেখানে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনিই, হাজার রান ছাড়ানো দেশের একমাত্র ব্যাটসম্যানও তিনি। এছাড়াও খেলেছেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে।তামিমের সেই অভিজ্ঞতাই ভেট্টোরির বাজি। যদিও নিউ জিল্যান্ডে কখনও কোনো সংস্করণে কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ।

ভেট্টোরি বলছেন, তামিমের কাজে লাগবে ব্যর্থতার সেই অভিজ্ঞতাও!কুইন্সটাউনের ক্যাম্পে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন ভেট্টোরি।

গত বৃহস্পতিবার ক্যাম্পের প্রথম দিনে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ভেট্টোরি তুলে ধরলেন তার যুক্তি।

‘আমার মনে হয়, এটা বাংলাদেশের সৌভাগ্য, এই সিরিজে তামিমকে অধিনায়ক হিসেবে নিয়ে আসতে পারায়। সে খুবই খোলা মনের মানুষ, এর আগে নিউজিল্যান্ড সফর করে চ্যালেঞ্জগুলো নিয়েছে। সে বোঝে, আগে এখানে কোন ব্যাপারগুলি কাজ করেনি আর কোন ব্যাপারগুলি এখানে কার্যকর হবে। আমাদের শুরু করার জন্য এটি খুব ভালো একটি দিক। আমার মনে হয়, বাংলাদেশ এই সিরিজে কিছু জিনিস চেষ্টা করবে। আমরা জানি নিউজিল্যান্ড দারুণ একটি দল, যারা খুব ভালো খেলছে। আশা করি, আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পেরেছি।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]