মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইট ইজ নেভার টু লেইট টু স্টার্ট...
সোহেল তাজ
প্রকাশ: শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ৫:৪৩ পিএম আপডেট: ১২.০৩.২০২১ ৫:৪৮ পিএম | অনলাইন সংস্করণ

আমার ফিটনেস বা হেলথি লাইফস্টাইল বা স্বাস্থ্য সচেতন জীবনধারার জার্নি। আমার ছোট বেলার বেড়ে উঠাটা অন্য বাচ্চাদের থেকে ভিন্ন ছিল কেননা আমি বাবা হারাই আমার বয়স যখন মাত্র ৫-৬। 

১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরপরই ৩ নভেম্বর জেল খানায় আমার পিতাসহ জাতীয় চার নেতাকে (সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান) হত্যা করা হয়। এক অর্থে আমার মা কেও হারাই কারণ তিনি সে সময় এই সমস্ত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষে নিজেকে বিলিয়ে দেন। 

এই প্রেক্ষাপটে আমার বেড়ে উঠা। ছোটবেলা থেকেই আমি মিষ্টির পোকা ছিলাম- চকলেট, রসমালাই, চম চম, হালুয়া, সেমাই, আইস ক্রিম- এগুলোই ছিল আমার প্রিয়। এই ধরণের খাদ্যাভাসের কারণে দুই ধরণের সমস্যা দেখা দেয় ১. দাঁতের সমস্যা আর ২. শারীরিক ও মানসিক।দাঁতের সমস্যা হলেও তা ডেন্টিস্ট এর চিকিৎসায় সমাধান হয় কিন্তু দ্বিতীয় সমস্যা ছিল আরো অনেক জটিল।

৮-৯ বছর বয়েসে আমি অনেক ভারী বা মোটা হয়ে যাই (যেটাকে অনেক অভিভাবকেরা ভুলভাবে হেলথি বলে আখ্যায়িত করেন)। আমাকে নিয়ে অনেকেই হাসাহাসি করতো এবং এই ধরণের আচরণের কারণে আমি মানসিকভাবে অনেক কষ্ট পেতাম এবং আমার আত্মবিশ্বাস একদমই ছিল না বললেই চলে। আমি ফুটবল খুব পছন্দ করতাম কিন্তু আমার স্কুল টিমে স্থান হতো না কারণ কোচ আমাকে বলতেন যে আমি বেশি ভারী তাই আমার ঠিকমতো দৌঁড়াতে সমস্যা হবে।

এই কষ্ট যন্ত্রণা নিয়ে আমার ছোটবেলার সেই দিনগুলো- কিন্তু সমাধান কি? আমার ভিতরে প্রচণ্ড জিদ- আমি শুধু জানি কোনো না কোনোভাবে পথ বের করতেই হবে যেকোনো মূল্যে। তখন ইন্টারনেট আবিষ্কার হয়নি- মানে ছিলো না ইউটিউব-সোশ্যাল মিডিয়া। কিছু জানার একমাত্র উপায় হচ্ছে একটি চ্যানেল বিটিভি। সেখান থেকে খেলোয়াড়দের উপর করা ট্রেনিং ডকুমেন্টারি দেখতাম আর শেখার চেষ্টা করতাম। আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিল যেদিন সেসময়কার দুর্দান্ত বা হাতি পেস বলার দিপু চৌধুরী আমাদের বাসায় আসেন। তিনি আমাকে বাসার ছাদে জগিং করা সেখান। শুরু হলো আমার ফিটনেস যাত্রা- আমার তখন ১১ বছর বয়স। জগিংয়ের সাথে আমাদের তিনতালা বাসার সিঁড়ি উঠা নামা, ফ্যানের হুকে দুইটা রিং ঝুলিয়ে ঝোলা, আবাহনী মাঠে ফুটবল-ক্রিকেট-বাস্কেটবল-হকি খেলার মাধ্যমে সমাধান খুঁজে পেলাম।
তারপর আমার জীবনে নতুন করে প্রভাব ফেলল সিলভেস্টার স্ট্যালোন। তার “Rocky” এবং “Rambo” আর আর্নল্ড শোয়ার্জনেগারের “Commando” “Terminator” আর "Conan the Barbarian” মুভি। সেই সময় আমার বয়স ১৪-১৫। আমার এই আগ্রহ দেখে আমাদের বাসার একজন বিদেশি ভাড়াটিয়া আমাকে তার একটা পুরোনো ১০ কেজি ওজনের বারবেল উপহার দিলেন। আমি সেই বারবেল দিয়ে কিছু ব্যায়াম করা শিখলাম আমার ইরানি দুলাভাইয়ের কাছ থেকে যিনি ইরানে ক্লাসিক রেসলিং চ্যাম্পিয়ন ছিলেন এবং বাংলাদেশ ফেডারেশনের হেড কোচের দায়িত্বও পালন করেছিলেন।

পরবর্তীতে আমেরিকায় আমার ছাত্র জীবনে আমার টিউশন ফি, থাকা খাওয়ার খরচ দিতে দুইটা পার্ট টাইম জব করতে হয়। রাতে গড়ে ঘুমাতাম ৩-৪ ঘণ্টা কিন্তু আমার ফিটনেস এর প্রতি আকর্ষণের কোনো ঘাড়তি ঘটে নাই। আমার পছেন্দের জিমে গিয়ে আমি বাস্তবতার সম্মুখীন হই- মেম্বারশিপ আমার সামর্থের বাইরে। হতাশ না হয়ে সমাধান খুঁজি। কিছু টাকা জমিয়ে সেকেন্ড হ্যান্ড কিছু যন্ত্রপাতি আর ওজন কিনে রাতে আমার নাইট শিফট জবে হোমওয়ার্ক এর পাশাপাশি ব্যায়াম চালাই। এমনও দিন গেছে যখন শুধু সিদ্ধ ডিম, পাউরুটি আর কলা খেতে হয়েছে সকাল, দুপুর আর রাতে। কিন্তু এই অবস্থাতেও আমি আমার ফিটনেস জার্নি ধরে রেখেছি- অজুহাত বানিয়ে নিজের সাথে প্রতারণা করিনি। পরবর্তীতে, কয়েক বছর পর যখন সামর্থ্য হয়েছে তখন আমার সেই পছন্দের জিমে ভর্তি হই। ইচ্ছা থাকলে আর চেষ্টা করলে সবই সম্ভব- অজুহাত হচ্ছে দুর্বলদের জন্য I

এই ফিটনেস জীবনধারার কারণে আল্লাহর রহমতে আমি আমার জীবনে সার্বিকভাবে অনেক সুফল পেয়েছি- শারীরিক এবং মানসিক। ইট ইজ নেভার টু লেইট টু স্টার্ট...


ভোরের পাতা/কে



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  লাইফস্টাইল   বাচ্চাদের   স্বাস্থ্য   সোহেল তাজ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]