আওয়ামী লীগকে যদি বাঁচাতে চান, তাহলে মাফ চেয়ে দেশের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন। পদত্যাগ করুন, নতুন নির্বাচন দিন। যোগ্য ব্যক্তি দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করুন, নতুন সরকার আসুক। ক্ষমতাসীন দলটির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১২ মার্চ) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের মিলনায়তনে কৃষক দলের জাতীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদেরকে উদ্দেশে করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব খুব সুন্দর সুন্দর কথা বলেন। প্রতিদিন তিনি বিএনপিকে ছবক ও শিক্ষা দেন। আরে আগে আপনি নিজের ঘরে শিক্ষা দেন।
‘আপনার ভাই কাদের মির্জা আপনার সম্পর্কে যেসব কথা বলেন এবং আপনাদের দলের লোকদের নিয়ে বলেন, সেগুলো শোনার পর আপনাদের থাকার কথা নয়, পদত্যাগ করা উচিত আপনাদের। আপনারা নিজেদের ঘরে মারামারি করে দুজনকে হত্যা করেছেন। কোনো বিচার নাই!’ যোগ করেন বিএনপি মহাসচিব।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, জেলা ও উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের চেহারা বদলে গেছে না? সব সময় চক চক করে। তারা এখন গাড়িতে চড়ে বেড়ায়। তাদের এই পরিবর্তন হয়েছে পাঁচ বছরের মধ্যে।
কৃষক দলের নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সম্মেলন থেকে ফিরে গিয়ে কৃষকদের সংগঠিত করবেন। কৃষকদের সঙ্গে নিয়ে আপনারা একটা গণ-অভ্যুত্থানের সূচনা করবেন।
আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি মন্তব্য করে তিনি বলেন, এই কঠিন সময় আমাদের জাতির জীবনে সব চেয়ে বড় সমস্যা ও সংকট সৃষ্টি করেছে। এই কঠিন সময়টা কে তৈরি করেছে? একটি রাজনৈতিক দল এই কঠিন সময় তৈরি করেছে।
অনুষ্ঠানে গুরুতর অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে দিনে দিনে কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
‘চালের দাম কমানো হয়নি। কৃষিপণ্যের দাম কমানো হয়নি। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কৃষকদেরকে আন্দোলন করতে হবে। ভবিষ্যতে কৃষকদেরকে সংগঠিত করতে হবে।’
কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেল হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোরের পাতা/কে