প্রকাশ: শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ১২:৩৮ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানীর তেজগাঁও থানাধীন তেজতুরী বাজার এলাকা থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-২ এর একটি টিম।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে মো. মজনু মিয়া (৩৮) ও মো. স্বপন মিয়া (৩৫) নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
তাদের দেহ ও সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘ দিন ধরে তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন কৌশলে ঢাকাসহ আশেপাশে এলাকায় মাদক ব্যবসায়ী ও মদাক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়।
ভোরের পাতা/পি