প্রকাশ: শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ১১:৪১ এএম | অনলাইন সংস্করণ
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকলেও দুপুরের পর থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার। এ ছাড়া দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১২ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এখন মূলত কালবৈশাখী মৌসুম। ৭ থেকে ৮ ঘণ্টা পরপর আবহাওয়ার চরিত্র পরিবর্তন হতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
ভোরের পাতা/পি