প্রকাশ: শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১২.০৩.২০২১ ২:৪৭ এএম | প্রিন্ট সংস্করণ
আগামি ২০ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রঙিন পোশাকের সিরিজ। এর আগে ওয়ানডে দল ঘোষণা করল নিউজিল্যান্ড। আর টি-টোয়েন্টি ক্যারিয়ারে দারুণ শুরু করা ডেভন কনওয়ে পেয়েছেন প্রত্যাশিত ডাক।
এছাড়াও দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইল ইয়াং ও ড্যারিল মিচেল।তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগেই জানা গেছে কনুইয়ের চোটের কারণে ওয়ানডে সিরিজে থাকবেন না অধিনায়ক কেন উইলিয়ামসন। তার অনুপস্থিতিতে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন টম লাথাম। চোটের কারণে কিউইদের ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি লকি ফার্গুসন ও কলিন ডি গ্র্যান্ডহোমকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ সেরা হওয়া লেগ স্পিনার ইশ সোধির দলে জায়গা হয়নি। দলে স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন কেবল মিচেল স্যান্টনার। শেষ ২০২০ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল কিউইরা। এরপর টেস্ট ও টি-টোয়েন্টিতে মাঠে নামলে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেই হতে যাচ্ছে এক বছর পর কিউইদের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
২০১৯ বিশ্বকাপের ফাইনালের পর সব মিলিয়ে তারা ওয়ানডে খেলেছে মাত্র চারটি। আগামী ২০ মার্চ ডানেডিনে হবে প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে, ২৩ ও ২৬ মার্চ। ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেনটাইন শেষে পাঁচ দিনের ক্যাম্প করতে গত বুধবার কুইন্সটাউনে পৌঁছেছে বাংলাদেশ দল।
নিউজিল্যান্ড ওয়ানডে দল: টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, উইল ইয়াং।