প্রকাশ: শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১২.০৩.২০২১ ২:৫৪ এএম | প্রিন্ট সংস্করণ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে উদীচী। এ উপলক্ষ্যে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সকাল ১১টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ মার্চ বিকেল ৫টায় ঢাকার রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং ১৪ মার্চ বিকেল ৫টায় বাহাদুরশাহ পার্কে পালা গানের আসরের আয়োজন করা হবে। ওই আসরে শিল্পী জালাল সরকার ও তার দল এবং শিল্পী সোনিয়া সরকার ও তার দল অংশগ্রহন করবে। আসরে উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের এবং আমন্ত্রিত শিল্পীরা বাউল গান পরিবেশন করবেন। মাসব্যাপী সারাদেশে পালা গান, বাউল গান, গম্ভীরা, যাত্রা, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাবিবুল আলম, সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান, কোষাধ্যক্ষ পারভেজ মাহমুদ, সম্পাদকমন্ডলীর সদস্য বিমল মজুমদার, সদস্য রতন কুমার দাশ, একরাম হোসেন, শিল্পী আক্তার, রুমী দে, মিনহাজুল আবেদীন মৃদুল প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, এবছর আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পদার্পন করছি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জনগণের সংগ্রাম, শহিদের আত্মদান, তার মূল লক্ষ্য ছিল একটি শোষণহীন, সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা। অথচ আজ এমন এক রাষ্ট্র আমরা প্রত্যক্ষ করছি, যে নিজেই হয়ে উঠেছে চরম নৈরাজ্যবাদী। এখানে ক্ষমতা কুক্ষিগত করে রাখা, চরম অন্যায়, অবিচার, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, ফ্যাসিবাদী প্রবনতা, অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িকতার সামাজিকীকরণ ঘটে গেছে রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে।
একটি রাজনীতি সচেতন সাংস্কৃতিক সংগঠন হিসেবে উদীচী দেশের এ দুরাবস্থা মেনে নিতে পারে না। সেই দায়িত্ববোধ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে উদীচী দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে ব্যাপক অনুষ্ঠানমালা। লোকজধারার অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্বাধীনতার আকাঙ্খা ও অর্জনসমূহ বাস্তবায়নে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে উদীচী দেশব্যাপী জাগরণের কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকাসহ দেশে বিদেশে উদীচীর সাড়ে তিন শতাধিক শাখার মাধ্যমে ব্যাপক কর্মকান্ডের মাধ্যমে আমরা দেশবাসিকে সংগ্রামের নতুন আহবান জানাতে চাই। তার অংশ হিসেবে আগামী ১৩ মার্চ বিকেল ৫টায় ঢাকার রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং ১৪ মার্চ বিকেল ৫টায় বাহাদুরশাহ পার্কে আয়োজন করা হবে পালা গানের আসর।