প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৫:০৩ পিএম | অনলাইন সংস্করণ
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ করোনা থেকে সুরক্ষায় টিকা নিয়েছিলেন, তবু শেষ রক্ষা হয়নি। সস্ত্রীক তিনি করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। গণমাধ্যমকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
গত ২ মার্চ করোনার ভ্যাকসিন নেন জানিয়ে কাজী হায়াৎ বলেন, টিকা নেওয়ার পর প্রথম কয়েকদিন আমাদের কোনো সমস্যা হয়নি। এরমধ্যে আমি স্বাভাবিকভাবেই ঘরের বাইরে বিভিন্ন কাজকর্মে অংশ নিয়েছি। ৬ মার্চ সকাল থেকেই আমার জ্বর আসে। ভেবেছি হয়তো টিকা নেওয়ার জন্য এটা হচ্ছে। কিন্তু দুইদিন অপেক্ষা করার পরও যখন জ্বর কমছে না, তখন ৮ মার্চ করোনা টেস্ট করি। আমার স্ত্রীরও করোনা টেস্ট করতে দেই। ফলাফলে দেখা যায় আমরা দুজনই করোনায় করোনায় আক্রান্ত হয়েছি।
টিকা নেওয়ার পরও আক্রান্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা তো টিকার প্রথম ডোজ নিয়েছি। এখনই যে এটা কার্যকর হবে সেটা বলা যায় না। যেহেতু আমি বাইরে বের হয়েছি, অনেকের সংস্পর্শে এসেছি, তাদের মধ্যে কেউ কেউ মাস্ক ছাড়াই ছিলেন। তাদের কারও দ্বারা সংক্রমিত হতে পারি। করোনায় আক্রান্ত হলেও জ্বর ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা নেই জলে জানিয়েছেন এ নির্মাতা।
গত ২৭ ফেব্রুয়ারি হিরো আলমের নতুন ছবি ‘টোকাই’-এর শুটিং করেছেন কাজী হায়াৎ। এছাড়াও পরিচালক সমিতির নির্বাচনও করছেন। গত কয়েকদিন এমনকি টিকা নেওয়ার পরের দিনগুলোতেও তিনি বিএফডিসিতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
কাজী হায়াত বর্তমানে স্ত্রীসহ নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।
ভোরের পাতা-এনই