প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৪:১৬ পিএম | অনলাইন সংস্করণ
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১০৫১ জন। দুই মাসের মধ্যে এটিই সর্বোচ্চ শনাক্ত সংখ্যা। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। এ নিয়ে মোট শনাক্ত হলো ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন, আর মৃতের সংখ্যা ৮ হাজার ৫০২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠেছেন১৩০৭ জন এবং এখন পর্যন্ত চিকিৎসায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৫ লাখ ৭ হাজার ৯২০ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ তথ্য জানাতে বৃহস্পতিবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ১৪টি নমুনা সংগ্রহ এবং ১৮হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ লাখ ১৬ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৬শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
ভোরের পাতা-এনই