ইরানি দুই কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সীমানা পেরিয়ে ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১১.০৩.২০২১ ৪:১৮ এএম | প্রিন্ট সংস্করণ
ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি রাজনৈতিক বন্দী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে স্থানীয় সময় গত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করা ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর ওই দুই কর্মকর্তার নাম আলি হেমাতিয়ান এবং মাসুদ সফদারি। মার্কিন পররাষ্ট্র দফতর তাদেরকে আইআরজিসি’র জিজ্ঞাসাবাদকারী বলে অভিহিত করেছে। নিষেধাজ্ঞার মাধ্যমে এই দুই ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইরানের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপকভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মতে, ২০১৯ ও ২০২০ সালে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় আটককৃতদের ওপর বর্বর ও অমানবিক নির্যাতন চালিয়েছিলেন তারা।এদিকে টুইটারে দেওয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘(মানবাধিকার) লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনার কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।’
উল্লেখ্য, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে যখন ইরান ও যুক্তরাষ্ট্র ফিরে আসতে চাইছে; ঠিক তখনই দেশটির দুই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল বাইডেন প্রশাসন। পরমাণু চুক্তিতে ফেরার শর্ত হিসেবে ইরান বারবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেও যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। উপরন্তু, দেশটির দুই সামরিক কর্মকর্তার বিরদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে সে সম্ভাবনাকে অনেকটাই প্রশ্নের মুখে ঠেলে দিল।