রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
অর্থের জন্যই আইপিএল, স্বীকার করলেন বাটলার
খেলার মাঠে ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১১.০৩.২০২১ ৩:০২ এএম | প্রিন্ট সংস্করণ

  ইংলিশ কিংবদন্তি জেওফে বয়কট গত দুদিন আগে ধুয়ে দিয়েছেন ইংলিশ ক্রিকেটার এবং ইসিবিকে। তিনি উষ্মা প্রকাশ করে বলেছেন দেশের খেলা ফেলে শুধু টাকার জন্যই ইংলিশ ক্রিকেটাররা ভারতীয় আইপিএল খেলছেন। তাদের কাছে দেশের খেলা কোন বিষয় নয়। যারা এই ধরনের কাজে লিপ্ত তাদেরকে দল থেকে ছেটে ফেলারও পরামর্শ দিয়েছেন সাবেক এই লিজেন্ট। এসব নিয়েই কিছুদিন ধরে উত্তাল ইংলিশ ক্রিকেট। বিষয়টি ইংলিশ ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছে। আপাতত কাঠগড়ায় যারা, তাদের একজন জস বাটলার। দুদিন পরেই তার অভিযোগ অনেকটাই স্বীকার করে নিলেন জস বাটলার। অভিযোগের জবাবে এই কিপার-ব্যাটসম্যান মনে করিয়ে দিলেন এই সময়ের বাস্তবতা। সরাসরিই তিনি বলে দিলেন, আইপিএলের অর্থ ও অভিজ্ঞতার হাতছানি উপেক্ষা করা কঠিন।

আইপিএল খেলার জন্য কয়েকজন ক্রিকেটার বাদ দিতে পারেন ইংল্যান্ডের টেস্ট ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামী ২ জুন। আইপিএলের প্লে অফে ওঠা দলগুলিতে থাকবেন যে ইংলিশ ক্রিকেটাররা, তারা নিশ্চিত ভাবেই খেলতে পারবেন না লর্ডসের সেই টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের বোর্ডও আগেই তাদের অনুমিত দিয়ে রেখেছে আইপিএল খেলার। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের আগে বাটলারের ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও ঝড় তুলল আইপিএল প্রসঙ্গ। বাটলার অকপটেই মেনে নিলেন আইপিএলের আর্থিক ও অন্যান্য বাস্তবতা।‘আইপিএলের সুবিধাগুলো আমরা সবাই জানি। অনেক বড় টুর্নামেন্ট এটি, আর্থিক পুরষ্কারও সুস্পষ্ট। পাশাপাশি যেরকম অভিজ্ঞতা এখানে অর্জন করা যায়...এবং আরও অনেক ইতিবাচক দিক আছে। ইংল্যান্ডের যতজন ক্রিকেটার আইপিএলে খেলে এবং এটা আমাদের জন্য কতটা উপকার করেছে, সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের উন্নতিতেই তা স্পষ্টভাবে ফুটে ওঠে।’টেস্ট যে মিস করতে হতে পারে, এটা মেনে নিচ্ছেন বাটলার। আবারও তিনি জানিয়ে দিলেন, এখনকার বাস্তবতায় আইপিএলকে এড়িয়ে যাওয়া কতটা কঠিন।‘হ্যাঁ, এটা হতে পারে (টেস্ট বাদ)। নিউ জিল্যান্ডের টেস্ট গুলো পরে যোগ করা হয়েছে (সূচিতে)। আর কয়েকজন ক্রিকেটার এমনিতেও মিস করতেই পারত। সূচিটা অবশ্যই কঠিন ও নিখুঁত সমাধানের উপায় নেই। ইসিবি ও ক্রিকেটাররা ঘনিষ্ঠভাবে কাজ করছে সমাধান বের করতে। নিখুঁত উত্তর বলে কিছু আছে? আমাদের এই সময়ে সম্ভবত নেই।আইপিএলে যে পরিমাণ অর্থ জড়িয়ে, অনেকের জন্যই তা দারুণ লাভজনক। অর্থের দিক থেকে এটিই সবচেয়ে বড় টুর্নামেন্ট।’বাটলারের মতে, ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএলে যে তুমুল চাহিদা, এটিও ইংলিশ ক্রিকেটের একটি স্বীকৃতি।‘ইংলিশ ক্রিকেটের মুকুটে একটি পালক এটিও যে বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের ১২ জন ক্রিকেটারের প্রতি আকর্ষণ ছিল।’
এই বছরই অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। আইপিএলের অভিজ্ঞতায় ইংল্যান্ড দলেরই লাভ হবে বলে মনে করেন বাটলার।‘এবারের আইপিএল ভারতেই হচ্ছে, বিশ্বকাপও এখানে হবে। ক্রিকেটারদের উন্নতি, স্কিল ও শেখার দিক থেকে এটি নিশ্চিত বড় সুযোগ সবার জন্য।’ আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]