প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ২:১০ এএম | অনলাইন সংস্করণ
চলতি অর্থবছরে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে হয়েছে ৫.৩২ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত মাসে খাদ্য ও খাদ্য বর্হিভুত দুই খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্যে মূল্যস্ফীতি ৫.৪২ শতাংশ যা জানুয়ারিতে ছিল ৫.২৩ শতাংশ।
অন্যদিকে খাদ্য বর্হিভূত উপ-খাতে মূল্যস্ফীতি জানুয়ারিতে ছিল ৪.৬৯ শতাংশ, ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছে ৫.১৭।
বিবিএস আরো জানায়, গ্রামীণ পর্যায়ে মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে হয়েছে শতকরা ৫.৩৩ ভাগ, একই সময়ে শহরে যা হয়েছে ৫.৩০ ভাগ।
জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে গ্রামীণ ও শহর পর্যায়ে খাদ্য ও খাদ্য বর্হিভূত মূল্যস্ফীতি বেড়েছে। মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনায় জানুয়ারির তুলনায় গত মাসে চাল, ব্রয়লার মুরগি, ভোজ্যতেল, চিনির দাম বেড়েছে। কমেছে আলু, পেঁয়াজ, শাকসবজির দাম।।
ভোরের পাতা- এনই