প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১:৫৯ এএম | অনলাইন সংস্করণ
নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন কনুইয়ের ইনজুরিতে ছিটকে গেছেন বাংলাদেশ সিরিজ থেকে। মারকুটে এই ব্যাটসম্যানের পরিবর্তে ওয়ানডে সিরিজে কিউই দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। বুধবার রাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত কিউই দলে রয়েছে আরও চমক। বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের সিরিজে সুযোগ পেয়েছেন তিন নতুন মুখ।
এরা হলেন- ডেভন কনওয়ে, উইল ইয়ং ও ড্যারেল মিচেল। এই তিনজনের সঙ্গে অভিজ্ঞতার মিশেলে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। বিশেষ করে, স্বাগতিকদের পেস বোলিংয়ে সেরা ইউনিটই থাকছে বাংলাদেশের বিপক্ষে। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের সঙ্গে আছেন কাইল জেমিসন ও ম্যাট হেনরি। আর ব্যাটিং অর্ডারে রয়েছেন অভিজ্ঞ রস টেলর, হেনরি নিকোলস ও অধিনায়কের দায়িত্ব পাওয়া ল্যাথাম।
কনওয়ে নিউজিল্যান্ড দলে খেলছেন বেশকিছু দিন হলো। তবে সেটা শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে। গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হওয়া ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের ওয়ানডে দলের দরজাও খুলে গেল এবার। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্স তার ডাক পাওয়া পথে বড় ভূমিকা রেখেছে। পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে হার না মানা ৯৯ রানের ইনিংস খেলেছেন তিনি ক্রাইস্টচার্চে।
২৮ বছর বয়সী ইয়ংয়ের টেস্ট অভিষেক হয়েছে। গত বছরের ডিসেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে লাল বলে অভিষেক হওয়া এই ব্যাটসম্যান এবার সাদা বলের ক্রিকেটে নামার অপেক্ষায়। আরেক ব্যাটসম্যান মিচেল টেস্ট আঙিনায় ইতিমধ্যে আলো ছড়িয়েছেন। এবার বাংলাদেশের বিপক্ষে তার ওয়ানডে অভিষেকের অপেক্ষা।
স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের লড়াই শুরু ২০ মার্চ ডানেডিনের ওয়ানডে দিয়ে। এরপর দল দুটি ২৩ ও ২৬ মার্চ খেলবে বাকি দুটি ওয়ানডে, ভেন্যু যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি কেবল দিবারাত্রির। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে তারা। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।
ভোরের পাতা-এনই
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটকিপার), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর, উইল ইয়ং।