প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১:৩৬ এএম | অনলাইন সংস্করণ
সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। সম্প্রতি সৌদি আরব সফরকালে প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে তাঁর বৈঠকের কথা উল্লেখ করে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সৌদি আরব বলেনি যে, তারা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের এটি পরিষ্কার করে দিয়েছেন যে, বাংলাদেশের সঙ্গে তাদের ‘এমন কোনো ইস্যু নেই’।
প্রতিমন্ত্রী বলেন, মিডিয়াতে এসেছে সৌদি আরব ৫৫ হাজার সংখ্যক মানুষকে (রোহিঙ্গা) পাসপোর্ট দেওয়ার জন্য বলেছে। আমার সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের ফেরত আনতে হবে এমন কোনও কথা তারা বলেননি।
সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, সৌদি মন্ত্রী আমাকে পরিষ্কার করে বলেছেন বাংলাদেশের সঙ্গে তাদের কোনও মতবিরোধ নেই।
আলোচনার শেষে এ প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, আমরা যে তথ্যগুলো পেয়েছি এই সংখ্যার বিষয়ে সেখানে শুধু বর্ডার এন্ট্রি নম্বর দেওয়া আছে। আমরা অনুরোধ করেছি পাসপোর্ট নম্বর ও নামের জন্য।
সৌদি আরব যাওয়ার আগে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে পাসপোর্ট সম্পর্কিত একটি বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা সৌদি কর্তৃপক্ষকে একটি যৌথ কমিটি করার প্রস্তাব দিয়েছি এবং আমরা আমাদের দিক থেকে এই কমিটি ঠিক করে নিয়ে গেছি। তারাও তাদের নাম প্রস্তাব করবেন এবং তাদের একজন ডেপুটি মিনিস্টার এটির দায়িত্বে থাকবেন।
যাদের নাম ও পাসপোর্ট নম্বর দেওয়া হবে এই কমিটি তাদের জাতীয়তা যাচাই বাছাই করবে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘অতীতে কিছু লুপহোলস ছিল এবং কিছু অবৈধ কাজও হয়েছে। কক্সবাজার ও চিটাগাং থেকে কিছু রোহিঙ্গা পাসপোর্ট নিয়ে গেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি হলে আমরা পাসপোর্ট দেবো। এক্ষেত্রে পাসপোর্ট এমআরপি হতে হবে। কারণ হাতে লেখা পাসপোর্ট জাল করার একটি সুযোগ থাকে।
ভোরের পাতা-এনই