প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১১.০৩.২০২১ ১২:৫১ এএম | প্রিন্ট সংস্করণ
গেলো বছরের ১০ ডিসেম্বর একটি দেশাত্ববোধক গানের জন্য এই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের মধ্যে শ্রেষ্ঠ গাযিকা হিসেবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ লাভ করেন সেরাকন্ঠ’খ্যাত নারায়ণগঞ্জের মেয়ে কানিজ খাদিজা তিন্নী। এটা ছিলো তিন্নীর জীবনে গানের জন্য প্রথম পুরস্কার। এই গানটি লিখেছিলেন কামরুল হাসান সোহাগ। সুর সঙ্গীত করেছিলেন আকাশ মাহমুদ।
এবার আাবারো দেশের গানে কন্ঠ দিয়েছেন তিন্নী। গানের শিরোনাম ‘বাংলাদেশ বাংলাদেশ এগিয়ে যাও বাংলাদেশ’। মূলত এটি একটি দলীয় গান। বাংলাদেশের অনেক কিংবদন্তী সঙ্গীতশিল্পীরা এই গানে কন্ঠ দিবেন। তাদের সঙ্গে গাইবার সুযোগ হলো তিন্নী’র। গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন শওকত ইসলাম। আগামী ১৩ মার্চ হাতিরঝিলে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে জানালেন তিন্নী। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী’তে এমন একটি গানে একজন সাধারণ শিল্পী হিসেবে গাইতে পারার সুযোগ পাওয়া প্রসঙ্গে তিন্নী বলেন,‘ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ বাংলাদেশ এগিয়ে যাও বাংলাদেশ শিরোনামের এই গানটিতে গাইতে পারার সুযোগ পাওয়াটাই আমার কাছে অনেক বড় বিষয় বলে মনে হয়। কারণ এই গানে অনেক কিংবদন্তী সঙ্গীতশিল্পীরাও কন্ঠ দিবেন, কেউ কেউ কন্ঠ দিয়েছেনও। এই প্রজন্মের কয়েকজনও গেয়েছেন। তারমধ্যে সম্ভবত আমিই সবচেয়ে কনিষ্ঠ। এই গানে সুযোগ পাওয়াটা আমার ভাগ্যে ছিলো বলেই গানটিতে কন্ঠ দিতে পেরেছি।
ধন্যবাদ গানের গীতকিার এবং সুরকারকে, শ্রদ্ধা তার প্রতি। সত্যিই আমার ভীষণ ভালোলাগছে যে দেশের সুবর্ণ জয়ন্তীতে অন্তত: একটি গানে থাকতে পারলাম।’ প্রাথমিকভাবে জানা যায় আগামী স্বাধীনতা দিবসেই গানটি প্রকাশ পাবে। এদিকে সম্প্রতি আরটিভি’র ‘মিউজিক স্টেশন’-এ সঙ্গীত পরিবেশন করেছেন তিন্নী। পুরোনা দিনের বাংলা গানই গেয়েছেন তিনি। এতে তারসঙ্গে আরো ছিলেন শাহরিয়ার রাফাত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিন্নী নারায়ণগঞ্জে একটি স্টেজ শো’তে পারফর্ম করেন। তিন্নী বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তার সর্বশেষ প্রকাশিত মৌলিক গান দুটো হচ্ছে ‘মেঘমালা’ ও ‘তোমাকে চাই’। মেঘমালা’ লিখেছেন অনুরূপ আইচ এবং সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার রাফাত। ‘তোমাকে চাই’ গানটি লিখেছেন মামুন আফনান রুমী এবং সুর করেছেন মিলন এবং সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি।