প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১১.০৩.২০২১ ১২:৫৯ এএম | প্রিন্ট সংস্করণ
সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী’র এবার একেবারেই অন্যরকম একটি গান গাইলেন। গানের শিরোনাম ‘মনে লয় আবার সেই’। গানটি গেয়ে ভীষণ উচ্ছসিত, আনন্দিত ঐশী। গানটি লিখেছেন জীবন ফারুকী এবং সুর সঙ্গীত করেছেন উজ¦ল সিনহা। গানটিতে ঐশী’র সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন বিপ্লব সাহা। নিজের মনেরমতো একটি গান গেয়ে গানটি নিয়ে ভীষণ রকম আশাবাদ ব্যক্ত করে ঐশী বলেন,‘ সত্যি বলতে কী গানের কথার মাঝেই পুরো হারিয়ে যাওয়া অনেক কিছু ফিরে পাবার আবদার আছে। এই গানের প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে শব্দে আমাদের অনেক রকমের স্মৃতিচারণা আছে। গানটির সৃষ্টির নেপথ্যে আছেন বিপ্লব সাহা দাদা।
দাদার কারেণেই এতো চমৎকার একটি গান করা হয়ে উঠা। আমার বিশ্বাস গানটি শুনলে সকলশ্রেণীর শ্রোতা দর্শকের ভালোলাগবে এবং সবাই সেই পুরোনো দিনেই ফিরে যাবেন। পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। বিশেষত বিপ্লব দাদার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এই গানটির সাথে সম্পৃক্ত রাখার জন্য।’ গানটির সঙ্গীত পরিচালক উজ্বল সিনহা বলেন,‘ সত্যি বলতে কী শুরুতেই বুঝতে পারছিলাম না গানটি আসলে কেমন হবে। কিন্তু কাজটি মনোযোগ দিয়ে করতে করতে একটি রঙ-এ দাঁড়ালো এবং এটাও সত্যি ঐশী গানটি গেয়ে গানটিতে প্রাণ এনে দিলো।’ বিপ্লব সাহা বলেন,‘ সব সৃষ্টিশীল কাজই আসলে ঈশ্বরের ইশারাতেই হয়। এই অসাধারণ গানটির ক্ষেত্রেও আমি তাই বলবো।
আরেকটি কথা বলতে চাই, এই গানটির মিউজিক ভিডিও কোন উৎসবের অন্যতম সেরা মিউজিক ভিডিও হয়ে থাকবে বলেই আমি বিশ্বাস করি। মিউজিক ভিডিওতে যারা অংশগ্রহন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা।’ ‘মনে লয় আবার সেই’ গানটির মূল ভাবনা এবং নির্দেশনায় রয়েছেন বিপ্লব সাহা নিজেই। জানা যায় আগামী পহেলা বৈশাখে গানটি বিশ্বরং’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে ঐশী আরও নতুন তিহনটি গানের কাজ শেষ করেছেন। গান তিনটি হলো ‘প্রেমো বাঁশি’,‘ আদর করিয়া’ ও ‘বাতাস ভরিযা’। গানগুলো যথাক্রমে লিখেছেন মাহমুদ মুরাদ, আব্দুল মুকিত ও আবুল হোসেন জীবন। সবগুলো গানের সুর করেছেন এস আই শহীদ ও সঙ্গীতায়োজন করেছেন সালমান যাইম।