সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সিলেট মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ মার্চ, ২০২১, ১১:৫৬ পিএম | অনলাইন সংস্করণ

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নগরীর ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমকে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার আনিত অভিযোগের প্রেক্ষিতে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনের হলরুমে সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, ছালেহ আহমদ সেলিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসে। এরকম বেশকিছু অভিযোগ কেন্দ্রে প্রেরণ করা হয়। যে কারণে কেন্দ্রের নির্দেশে বুধবার জরুরি সভা তলব করে সিলেট মহানগর আওয়ামী লীগ। সভার উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে সেলিমকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠিত করা হয়েছে বলেও জানিয়েছে দলীয় সূত্র।

তদন্ত কমিটির সদস্য হলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ। তদন্ত কমিটির সদস্যরা অভিযুক্তকে নোটিশ প্রেরণ করবেন। ৭ কার্যদিবসের মধ্যে যে নোটিশের লিখিত জবাব দাখিলের জন্য নির্দেশ প্রদান করবেন সেলিম- এমন সিদ্ধান্তও হয় সভায়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মফুর আলী , আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুর আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মোঃ সানাওর, আলহাজ্ব হেলাল বক্স, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম আহমদ চৌধুরী, এডভোকেট সালেহ আহমেদ সেলিম, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি ,সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী।

মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আজম খান , আব্দুল আহাদ চৌধুরী মিরন, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, এডভোকেট কিশোর কুমার কর, মোঃ আব্দুল আজিম জুনেল, নুরুন নেছা হেনা, আজম খান (মজুমদারী), মোঃ শাজাহান, মুক্তার খান, এডভোকেট জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দেব, সাব্বির খান, সৈয়দ কামাল, সাইফুল আলম স্বপন, তাহমিন আহমেদ, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিঃ আতিকুর রহমান সুহেদ, শিপা বেগম শুপা, এডভোকেট তারাননুম চৌধুরী, জুমাদিন আহমেদ, রকিবুল ইসলাম ঝলক, মাহফুজ চৌধুরী জয়, ইলিয়াছ আহমেদ জুয়েল ।

ভোরের পাতা/পি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  সিলেট    মহানগর   আ.লীগ   সাংগঠনিক   সম্পাদক   বহিষ্কার   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]