প্রকাশ: রোববার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ২:০২ পিএম | অনলাইন সংস্করণ
মার্চের প্রথম সপ্তাহের মধ্যে একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানবন্ধন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা মার্চের ১ম সপ্তাহের মধ্যে একডেমিক কার্যক্রম শুরু করে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনার দাবি জানান। তাই যত দ্রুত সম্ভব একাডেমিক কার্যক্রম শুরু করে আমাদের ক্যাম্পাসে ফিরিয়ে আনেন। আক্রান্তের হার কমছে, দেশের সবকিছু চলমান রয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান চলছে না, তাই সকল কিছু বিবেচনা করে আর দেরী না করে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানান তারা।
মার্চের ১ম সপ্তাহে ক্যাম্পাস খোলার যৌক্তিকতা হিসেবে তারা বলেন টিকা তো শুধু আবাসিক শিক্ষার্থীরা পাবে, সেহেতু অনাবাসিক হিসেবে জবির শিক্ষার্থীদের টিকা পাওয়ার সম্ভাবনা নেই, তাহলে আমরা কেন মে মাস পর্যন্ত অপেক্ষা করব।
এসময় মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী ১৩ তম ব্যাচের রাকিব বলেন, সকল দাবি দাওয়া আদায়ে শিক্ষার্থীদের রাস্তায় নামতে হয়েছে, দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের গুরুত্ব দেন। জবির শিক্ষার্থীদের সকল কিছুতে আন্দোলনে নামতে হয়, আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম শুরুর দাবিতে মাঠে নামতে হয়েছে।
উপস্থিত আরেক বক্তা ১৩ তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো জহির উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিম্মবিত্ত, গরীব শিক্ষার্থীদের বিষ দিন, আমরা বিষ খেয়ে মরে যাই, আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা যত দ্রুত শেষ করব তত তাড়াতাড়ি বের হয়ে কিছুনা কিছু একটা করে পরিবারের পাশে দাড়াতে পারব।
উল্লেখ্য, মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।