সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এবার আইসিসির দিকে তোপ দাগলেন ভন 
প্রকাশ: রোববার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৮.০২.২০২১ ৩:৪০ এএম | প্রিন্ট সংস্করণ

ক্রিকেটের তিন মোড়ল, অস্ট্রেলিয়া ইন্ডিয়া আর ইংলান্ড। তবে এবারের টেস্টে জঘন্য পারফর্ম করে অনেকটাই বেকায়দায় জো রুটের ইংলান্ড। মাত্র দুদিনে দিবারাত্রির টেস্টে হেরে মুষড়ে পড়েছে তারা। এই হারে শেষ হয়ে গিয়েছে তাদের টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের স্বপ্ন। এই দুঃসময়ে তাদের পাশে দাড়িয়েছে তাদেরই দেশের আরেক কিংবদন্তি মাইকেল ভন। তিনি ভারতের এই জয়কে কোনভাবেই মেনে নিতে পারছেন না।

তার অভিযোগ আইসিসির আশকরা পেয়েই ভারত নিজেদের মাটিতে এমন বিতর্কিত পিচ করার দুঃসাহস দেখিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচদিনের টেস্ট শেষ হয়েছে মাত্র দুইদিনে। এ ম্যাচকে নিয়ে চলছে ক্রিকেটবোদ্ধাদের সমালোচনা । সেই সমালোচনায় যোগ দিয়ে ভন বলেন, ভারতের এই দুঃসাহস দিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কারণেই ভারত যা ইচ্ছা তা-ই করছে বলেও মন্তব্য ইংল্যান্ডের সাবেক অধিনায়কের। সারা ম্যাচে সেঞ্চুরি তো দূরের কথা, চার ইনিংসে অর্ধশত রানের ইনিংস মাত্র দুটি।উইকেটের এমন আচরণ মানতে নারাজ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

দৈনিক সংবাদপত্র দ্য ডেইলি টেলিগ্রামে লেখা নিজের কলামে তিনি সরাসরি আইসিসির বিরুদ্ধে অভিযোগ করেছেন। আইসিসির কারণেই নিজেদের ইচ্ছামতো যা খুশি করতে পারছে ভারত।ভন লিখেছেন, ‘ভারত তৃতীয় টেস্টটা দশ উইকেটে জিতেছে। কিন্তু এটা খুবই ভাসা-ভাসা এক জয়। সত্যি বলতে, এই ম্যাচে কোনো জয়ীই ছিল না। হ্যাঁ! ভারত তাদের সামর্থ্য ও স্কিলের প্রমাণ দিয়েছে। আমাদের এটা মানতেই হবে যে, এসব কন্ডিশনে ইংল্যান্ডের চেয়ে ভারতের স্কিল অনেক বেশি।’ভারতকে এমন ছাড় দেয়ার কারণে টেস্ট ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে বলে মনে করেন ভন, ‘যতদিন ভারতের মতো ক্ষমতাধর দেশগুলো এমন সব কান্ড করে পার পেয়ে যাবে, ততদিন নখদন্তহীনই থেকে যাবে আইসিসি। তারা ভারতকে যা খুশি তা-ই করতে দিচ্ছে। এতে টেস্ট ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে।

ভারতের সঙ্গে ইংলিশদের তৃতীয় টেস্ট দুইদিন বললেও ভুল হবে। দেড় দিনেই শেষ হয়েছে। সফরকারীরা দুই ইনিংসে যথাক্রমে ১১২ এবং ৮১ করেছে। অন্যদিকে ভারত প্রথম ইনিংসে করেছে ১৪৫ রান। আর পরের ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৪৯ রান তোলে। ম্যাচে দেখা গেছে, প্রথম দিনের প্রথম ঘণ্টা থেকেই একপ্রান্তে শুরু হয়ে যায় বড় বড় সব টার্ন। নরম মাটির উইকেটে সেসব টার্নের সঙ্গে মানিয়ে নিতে পারেনি দুই দলের কেউই।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]