প্রায় দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিস গেইল। চমক জাগিয়ে ৯ বছর পর দলে জায়গা পেলেন পেসার ফিদেল এডওয়ার্ডস।শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ সদস্যের টি-টোয়েন্টি দলে তাদের সঙ্গে আছেন দুই তরুণ স্পিনার আকিল হোসেইন ও কেভিন সিনক্লেয়ার। প্রথমবারের মতো এই সংস্করণে ডাক পেলেন বাংলাদেশ সফরে ওয়ানডেতে আলো ছড়ানো আকিল। ঘরোয়া ক্রিকেটে দারুণ বোলিং করা সিনক্লেয়ার জাতীয় দলে এলেন এই প্রথম।২০১২ সালে সবশেষ ক্যারিবিয়ানদের হয়ে টি-টোয়েন্টি খেলেন এডওয়ার্ডস। ২০১৯ সালের অগাস্টে এই সংস্করণে শেষবার খেলেন গেইল।
পিএসএলে দারুণ ব্যাটিং করা ৪১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান ফিটনেস পরীক্ষায় উতরে জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে। সেই পরীক্ষায় ব্যর্থ হয়ে বাদ পড়েছেন শেলডন কটরেল, ওশেন টমাস, শিমরন হেটমায়ার ও রোস্টন চেইস।ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৫ টেস্ট খেলা এডওয়ার্ডস ২০১৫ সালে কোলপ্যাক চুক্তিতে চলে যান হ্যাম্পশায়ারে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্য সরে যাওয়ার পর ৩৯ বছর বয়সী এই পেসার আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানান। পেস বোলিং আক্রমণকে আরও ধারাল করতে তাকে দলে নেওয়া হয়েছে বলে জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, জেসন হোল্ডার ও এভিন লুইস। কোভিড-১৯ থেকে সেরে উঠলেও দলে নেই অলরাউন্ডার আন্দ্রে রাসেল।বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ক্যারিবিয়ানদের অবিশ্বাস্য জয়ের নায়ক কাইল মেয়ার্স জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। করোনাভাইরাস শঙ্কায় বাংলাদেশে ওয়ানডে সিরিজে না খেলা নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবাই ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে।
৩, ৫ ও ৭ মার্চ হবে তিনটি টি-টোয়েন্টি। ১০ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ২১ মার্চ শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে লঙ্কানদের ওয়েস্ট ইন্ডিজ সফর।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স, কেভিন সিনক্লেয়ার।
ওয়েস্ট ইন্ডিজ ওডিআই দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), শেই হোপ, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, জেসন হোল্ডার, আকিল হোসেনই, আলজারি জোসেফ, এভিন লুইস, কাইল মেয়ার্স, জেসন মোহাম্মেদ, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার।