প্রকাশ: রোববার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৮.০২.২০২১ ৩:৪১ এএম | প্রিন্ট সংস্করণ
সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া ‘রোড সেফটি সিরিজে’ খেলছে বাংলাদেশ। সিরিজটিতে অংশ নিতে গতকাল শনিবার ভারতে গেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। আগামী ৫ মার্চ থেকে শুরু হবে সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া ছয় জাতির এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।২০২০ সালে শুরু হয়েছিল সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসর। তবে করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি মাঝপথেই স্থগিত হয়ে যায়। এবার নতুনভাবে শুরু হচ্ছে প্রতিযোগিতাটি।স্বাগতিক ভারত ছাড়াও এখানে অংশ নিচ্ছেন বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। খেলবেন শচীন টেন্ডুলকার-ব্রায়ান লারার মতো কিংবদন্তিরা।
বাংলাদেশ টিম :মোহাম্মদ রফিক, জাভেদ ওমর, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, আব্দুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান বাবু, মোহাম্মদ শরিফ ও আলমগীর কবির।
সূচি অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত গ্রুপ পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে শীর্ষ চার দল নিয়ে ১৭ ও ১৮ মার্চ হবে সেমিফাইনাল। আর ২১ মার্চ মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল। সব ম্যাচ ভারতের রায়পুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।