মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ইরাকের বিক্ষোভে নিহত ৫, আহত ১২০
সীমানা পেরিয়ে ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম আপডেট: ২৮.০২.২০২১ ২:০৯ এএম | প্রিন্ট সংস্করণ

ইরাকের দক্ষিণ নাসিরিয়া শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। আন্তর্জাতিক নিউজ এজেন্সি রয়টার্সের খবরে বলা হয়েছে, নিহতদের অধিকাংশই গুলিতে মারা গেছে। হাসপাতাল সোর্সের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সংঘর্ষে ১২০জন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর ৫৭ সদস্য আহত হয়েছে।২০১৯ সালে অক্টোবরে ইরাকে কয়েক দশকের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

চাকরি, দুর্নীতিবাজ অভিজাত শাসকদের অপসারণসহ কয়েক দফা দাবিতে লাখ লাখ প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নেয়। এতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদী পদত্যাগ করেন।২০২০ সালের মে মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমী নিহত বিক্ষোভকারীদের প্রতি ন্যায়বিচারের আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত কোনো হত্যাকান্ডোর বিচার হয়নি।গত ২১ ফেব্রুয়ারি বিক্ষোভকারীরা প্রাদেশিক সরকারি ভবনে পাথর এবং ককটেল দিয়ে হামলা করে।

সপ্তাহব্যাপী সংঘর্ষ গত শুক্রবার বিকেল পর্যন্ত স্থায়ী হয়। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা গভর্নরের পদত্যাগ এবং ২০১৯ সাল থেকে নিহত সকল বিক্ষোভকারীর ন্যায় বিচারের দাবিতে এই বিক্ষোভ শুরু করে। গত শুক্রবার রাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, তারানাসিরিয়া শহরের বিক্ষোভের ভ্যারিফাইড ভিডিও দেখেছেন। ওই ভিডিওতে অস্ত্র দিয়ে পুলিশকে গুলি করতে দেখা গেছে এবং রাস্তায় নিহতদের লাশ পড়ে থাকতে দেখা গেছে বলেও জানায় সংস্থাটি।

আলি বয়াতি নামে ইরাকের আধা সরকারি মানবাধিকার সংস্থার সদস্য জানান, গত পাঁচদিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পাঁচজন নিহত এবং নিরাপত্তা বাহিনীর ১৪৭ সদস্যসহ ২৭১জন আহত হয়েছে। টুইটারে তিনি লেখেন, ‘নাসিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সেখানে রক্ত ঝরছে, আর সরকার এই ঘটনা দেখছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]