প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১, ১২:২৯ এএম | অনলাইন সংস্করণ
রাজধানীতে স্ত্রীর করা মামলায় আওয়ামী লীগ নেতা এবিএম মাজহারুল আনামকে পুলিশ গ্রেফতার করেছে। দারুস সালাম থানা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার।
নারী নির্যাতন মামলায় মঙ্গলবার (২৬ জানুয়ারি)বেলা ৩টায় দারুসসালাম এলাকার মাজার রোড শেলটেক থেকে তাকে গ্রেফতার করা হয়।
দারুসসালাম থানায় নারী নির্যাতন ও যৌতুক নিরোধ আইনের ধারায় মাজহারসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি করেন তার স্ত্রী ফিরোজা পারভীন (৪০)। মাজহারকে মামলার প্রধান আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মাজহার ও ফিরোজার ১২ বছরের সংসার জীবন। তাদের ১১ বছর বয়সী মহসিনুল আনাম রাফাদ নামে এক প্রতিবন্ধী ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য মাজহার তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সন্তানের মুখের দিকে তাকিয়ে ফিরোজা বাবার বাড়ি থেকে দফায় দফায় ২০ লাখ টাকাসহ দামি আসবাবপত্র এনে স্বামীকে দেন।
বাদী ফিরোজা জানান, তার স্বামী একজন লম্পট, দুশ্চরিত্র ও লোভী প্রকৃতির লোক। যৌতুকের সব টাকা অন্য নারীদের পেছনে আমোদ-ফূর্তিতে তিনি ব্যয় করেছেন। কয়েকজন নারীর সঙ্গে তার অন্তরঙ্গ ছবিও ফাঁস হয়েছে। গত বছর ৪ এপ্রিল স্বামী মাজহার ও অন্য আসামিরা তার কাছে আরও ১০ লাখ টাকা যৌতুক চান। যৌতুক না দেওয়ায় তাকে শারীরিকভাবে তারা নির্যাতন করে।