প্রকাশ: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ১০:২১ পিএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দিনভর ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। এখন চলছে গণনা। মোট কেন্দ্র ৭৩৫টি। এর মধ্যে কেন্দ্র ২৮২টি কেন্দ্রের ফলাফল অসমর্থিত সূত্রে পাওয়া গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ১,০৭০৭৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬,৭৬২ ভোট।
এর আগে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিচ্ছিন্ন সহিংসতার ঘটনার মধ্য দিয়ে এক টানা ভোটগ্রহণ চলে। সব কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়। রাতের মধ্যেই সব কেন্দ্রের ফলাফল চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম সিটি নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার নয় লাখ ৪৬ হাজার ৬৭৩জন এবং নারী ভোটার নয় লাখ ৯২ হাজার ৩৩ জন।
ভোরের পাতা/কে