শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
করোনাকে পরাজিত করছেন শেখ হাসিনা
#করোনা মোকাবেলায় সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে শেখ হাসিনা: ড. শ্রী বীরেন শিকদার। #শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বে প্রশংসিত হচ্ছে: মোহাম্মদ শাকিল খান। #শেখ হাসিনার সুদক্ষ পরিকল্পনার কারণে বাংলাদেশ করোনা মোকাবেলায় সফল: ডা. সালমা বিনতে রহমান।
সিনিয়র প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ১০:১১ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ আজকে পৃথিবীর মধ্যে যে অবস্থানে আছে সেটা সবার কাছে ঈর্ষণীয় অবস্থায় আছে। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে শুরু থেকে করোনাকে মোকাবেলা করেছে সেটা পুরো পৃথিবীর কাছে আশ্চর্যের বিষয়। আজকে করোনা মোকাবেলায় বাংলাদেশের যা সাফল্য আছে তাতে আমরা সারা বিশ্বে করোনা মোকাবেলায় ২০তম অবস্থানে আছি আর দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা প্রথম অবস্থানে আছি।

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২৩২তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। বুধবার (২৭ জানুয়ারি) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, স্পেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাকিল খান (পান্না), কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের করোনা চিকিৎসক ডা. সালমা বিনতে রহমান। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।

ড. শ্রী বীরেন শিকদার বলেন, আজকের এই দিনে আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে মহামানবের অবদানে আজ আমরা লাল সবুজের পতাকা নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করা দাড়িয়ে আছি, গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি ১৫ই আগস্টের সেই কালো রাতে তার পরিবারের যেসব সদস্যরা শাহাদাৎ বরণ করেছিলেন। গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ ইজ্জত হারা মা বোনদের। গভীরভাবে স্মরণ করি জাতীয় ৪ নেতাকে। আজকের সংলাপে যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা অত্যন্ত সময়োপযোগী বিষয়। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে, পথ হারাবে না বাংলাদেশ। আমি শুধু এইটুকু বলতে চায় না, আমি এর সাথে আরও কিছু যোগ করতে চায়, যতক্ষণ শেখ হাসিনার নেতৃত্বে দেশ, ততক্ষণ পথ হারাবে না বাংলাদেশ।  কারণ এটা আজকে বাংলাদেশের মানুষ হিসবে বলছি শুধু তা নয়, এটা আজ সমগ্র বিশ্বের মানুষ বলছে। বাংলাদেশ আজকে পৃথিবীর মধ্যে যে অবস্থানে আছে সেটা সবার কাছে ঈর্ষণীয় অবস্থায় আছে। আমি যে বিষয়টি সবচে আলোচনার সৃষ্টি করেছে তা হলো আমাদের করোনা মোকাবেলা করা। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে শুরু থেকে করোনাকে মোকাবেলা করেছে সেটা পুরো পৃথিবীর কাছে আশ্চর্যের বিষয়। একটা বিষয় ভেবে দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ও আমাদের দেশ বাংলাদেশে ভৌগলিক ও আবহাওয়া পরিস্থিতি কিন্তু একই। এমনকি ভারতের থেকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নতুন। ভারতের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের থেকে অনেক উন্নত। সেখান থেকে তাদের তুলনায় আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যেভাবে করোনা মোকাবেলা করে দেশের সকল কিছুর গতি চলমান রেখেছে যা আমাদের পার্শ্ববর্তী কোন দেশ করতে তেমন সফল হয়নি। আজকে করোনা মোকাবেলায় বাংলাদেশের যা সাফল্য আছে তাতে আমরা সারা বিশ্বে করোনা মোকাবেলায় ২০তম অবস্থানে আছি। পৃথিবীর এতো এতো দেশের মধ্যে আমাদের অবস্থান ২০ তম আর দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা এক নং অবস্থানে আছি। আমাদের পার্শ্ববর্তী দেশে এই করোনাকালে অনেক মানুষ মারা গিয়েছে কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৮০৭২ জন। করোনাভাইরাস মহামারী থেকে মানুষের জীবন বাঁচাতে, মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতার পাশাপাশি জীবিকা ও অর্থনীতি বাঁচাতে নিয়েছেন নানান পদক্ষেপ। করোনা সংকট মোকাবিলায় দ্রুত বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় দেশের বাইরে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিনসহ আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। শুধু করোনা কালেই নয়, সামগ্রিক ভাবেই শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে আজকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছে সেটা আজ সারা বিশ্বের বিস্ময়। 

মোহাম্মদ শাকিল খান (পান্না) বলেন, আজ সারা বিশ্বে যেভাবে করোনা তার লীলা তাণ্ডব চালাচ্ছে সেখানে বিশ্বের সব বড় বড় অর্থনৈতিক ক্ষমতাধর সম্পন্ন দেশগুলো আছে সেখান থেকে আজ আমাদের বাংলাদেশের অবস্থা অনেক ভালো। আমাদের জননেত্রী শেখ হাসিনা যেভাবে করোনা মোকাবেলা করেছে তাতে বাংলাদেশ আজকে অনেক সফল অবস্থানে আছে। আল্লাহ্‌র অশেষ রহমত আছে বিধায় আজকে বাংলাদেশ এই অবস্থানে আছ। বাংলাদেশে সম্প্রতি মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলা নিয়ে বহির্বিশ্বে প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় বাংলাদেশে মৃত্যুর হার মাত্র ১.৪৫ শতাংশ; যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দরিদ্র মানুষকে ত্রাণ সহযোগিতার পাশাপাশি জীবিকা ও অর্থনীতি বাঁচাতে তিনি নিয়েছেন নানান পদক্ষেপ; ফলে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে গত পঞ্চাশ বছরে আর্থিক ক্ষেত্রে অগগ্রতি চলমান। উনিশশো একাত্তর সালে যুদ্ধবিধ্বস্ত, সাহায্যনির্ভর, ঋণ নির্ভর স্বাধীন দেশটি আর্থিক উপার্জনের কৌশল বাড়িয়ে আজ মধ্যম আয়ের দেশের কাতারে। কৃষিভিত্তিক বাংলাদেশ জাতীয় আয়ের প্রধান উৎসকে কৃষি থেকে তৈরি পোষাক আর জনশক্তিতে রুপান্তর ঘটিয়ে ব্যাপক উন্নয়নের দ্বার খুলেছে। উনিশশো একাত্তর সালের মাথাপিছু আয় ৬৭১ টাকা আজ বেড়ে দাঁড়িয়েছে দেড় লাখ টাকার উপরে। এবং তখনকার সময়ে দেশের বার্ষিক রপ্তানিকেও বাড়িয়ে আকাশ ছোঁয়া করেছে। মানবসম্পদ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা ও নারীর অংশগ্রহণ বেড়েছে। এসব কিছু আজ বাংলাদেশে সম্ভব হয়েছে একমাত্র আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিসনারি লিডারশীপের কারণে। এই করোনা যদি আরও দীর্ঘদিন থাকে তাহলে এমন অবস্থা হতেও পারে যে সকল প্রবাসীরা বাংলাদেশে ফেরত আসতে পারে কারণ সারা বিশ্বের প্রবাসীরা তেমন ভালো অবস্থানে নেই এই করোনাকালীন সময়ে। করোনায় যখন সারা বিশ্ব টালমাটাল তখন বাংলাদেশ সরকার জনগণের পাশে ছিল এবং অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুহারও কম এর কারণে। আজকে  বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা ও বিভিন্ন দিকে এগিয়ে যাওয়ার হার সত্যিই ঈর্ষণীয়।  

ডা. সালমা বিনতে রহমান বলেন, একজন স্বাস্থ্যকর্মী হিসেবে করোনার শুরু থেকে দেখে আসছি যেভাবে করোনা মোকাবেলায় বাংলাদেশ সাফল্য দেখিয়েছে তা এতো ঘনবসতি দেশের ক্ষেত্রে এতোটা সহজ ছিলোনা। আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম যে আমরা পারবো কি পারবো না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের সুদক্ষ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মগুনে আমরা করে দেখিয়েছি। বাংলাদেশের মতো দেশের জন্য এটা আশ্চর্যপূর্ণ যে কিভাবে এতো সফলভাবে আমরা এই সময়টা পারি দিয়েছি। শুরু থেকে আজ পর্যন্ত যত গুলো কাজ হয়েছে সব গুলোর পিছনে একটা সুদক্ষ কর্মপরিকল্পনা ছিল। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সকল পর্যায়ে সুদক্ষ কর্মপরিকল্পনার কারণে আমরা আজকে এই অবস্থানে এসেছি। শুরু থেকেই সঠিক সিদ্ধান্ত, কোন সময় লকডাউন দেওয়া, কোন সময় লকডাউন বাড়ানো, কোন সময় লকডাউন কমানো, ওষুধ সাপ্লায়, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি থেকে শুরু করে আমাদের ডাক্তারদেরকে সকলভাবে সহযোগিতা করা হয়েছে। আমরা যে আজ এই অবস্থানে আছি এটা সকলের সহযোগিতা ছাড়া সম্ভব ছিলো না। আমাদের স্বাস্থ্য কর্মীদের সকলের আন্তরিকতা ছিল। সবাই জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়েছিল। আমাদের পিছনে অনেক মানুষ কাজ করেছে। আজকে গর্ব করে বলতে পারি, আজ পর্যন্ত কোন রোগী বিনা চিকিৎসায় ফিরে যায়নি। কোথাও কেউ বলতে পারবে না যে, কেউ করোনার চিকিৎসা পাননি, স্বাস্থ্য কর্মীরা আন্তরিক ছিলো না। এটাই সবচে বড় বিষয়।  সেদিক থেকে শুরু করে আজকে আমরা একটা ঐতিহাসিক অবস্থানে পৌঁছেছি। আজ আমরা করোনার টিকাদান কর্মসূচী শুরু করেছি। ইউরোপ-আমেরিকা যখন করোনা টিকা দেওয়া শুরু করেছিল তখন থেকেই আমরা প্রস্তুতি নিয়েছে, আলহামদুলিল্লাহ আজ আমরা সেটা করতে সক্ষম হয়েছে যা একমাত্র সম্ভব হয়েছে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা। বাংলাদেশ আজ দেখিয়ে দিয়েছে যে আমরাও আগে করতে পারি। অন্যান্য সকল সেক্টরে দেখা যায়, সবাই শুরু করার পর বাংলাদেশে শুরু হয়, কিন্তু এবার আমরা সবাই একসাথে শুরু করি। উন্নত দেশে করোনা মোকাবেলা ও প্রস্তুতি নিয়ে যেভাবে কাজ শুরু করেছিল আমরা তাদের মতো শুরু করেছি, সে হিসেবে আমরা আলহামদুল্লিলাহ অনেক ভালো করেছি। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]