বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বেরোবি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১, ৯:৫৯ পিএম আপডেট: ২৭.০১.২০২১ ১০:৫৫ পিএম | অনলাইন সংস্করণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

বুধবার (২৭ জানুয়ারি, ২০২১) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ের প্রত্নতত্ত্ব ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের পক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষে সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হান্নান মিয়া স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের ফলে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের ইসবপুর ধাপেরহাট সংলগ্ন প্রত্নতাত্ত্বিক ঢিবি বেরোবি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর যৌথ প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রত্নতত্ত্ব খননকার্জে অংশীদার হওয়ায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, প্রথমবারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর উত্তরবঙ্গের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের ইসবপুর ধাপেরহাট সংলগ্ন প্রত্নতাত্ত্বিক ঢিবি খনন কাজ পরিচালনার সুযোগ পেয়েছে। প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কর্মের মাধ্যমে এই অঞ্চলের অজানা ইতিহাস সর্ম্পকে সুস্পষ্ট ধারণা লাভের সুযোগ তৈরি হবে এবং ইতিহাস-ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হান্নান মিয়া বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে প্রত্নতাত্ত্বিক যৌথ খননে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছে। 

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের সংস্কৃতি ও ইতিহাসকে আরো সমৃদ্ধ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রত্নসম্পদ সংরক্ষণ উপপরিচালক মোঃ আমিরুজ্জামান পিএইচডি, ফিল্ড অফিসার মোঃ শাহীন আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক ও এমফিল গবেষক মোঃ এহতেরামুল হক, সেকশন অফিসার (গ্রেড-২) ও এমফিল গবেষক মোঃ হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]